Wednesday, August 20, 2025

অবশেষে খুলতে চলেছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার! নয়া দিনক্ষণ ঘোষণা মন্দির কর্তৃপক্ষের 

Date:

Share post:

রথযাত্রার (Rathyatra) পরই খোলা হবে পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Jagannath Temple) রত্ন ভাণ্ডার (gold treasure)। তেমনটাই সূত্র মারফত খবর। রত্নভাণ্ডার কবে খুলবে, তা নিয়ে কৌতহুলের শেষ নেই। এখনও পর্যন্ত ওড়িশার নয়া বিজেপি সরকার রত্নভাণ্ডার খোলার কোনও নির্দিষ্ট দিন ঘোষণা করেনি। তবে জানা যাচ্ছে, ভাণ্ডারে কত পরিমাণ রত্ন আছে তা খুব শীঘ্রই জানা যাবে। আগামী ৭ জুলাই রথযাত্রা। তার ঠিক পরদিন অর্থাৎ ৮ জুলাই থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারে কত সোনাদানা আছে তার হিসেব শুরু হবে। আগামী ২৭ জুলাই পর্যন্ত চলবে সেই গণনা।

 

এদিকে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অরিজিৎ পাসায়ত পৌঁছচ্ছেন পুরীতে। তাঁর নেতৃত্বেই রত্ন ভাণ্ডারের সোনাদানা গোণার কাজ শুরু হবে বলে খবর। উল্লেখ্য, ওড়িশা হাইকোর্টের নির্দেশে পূর্ব নবীন পট্টনায়েক সরকারের আমলে রত্ন ভাণ্ডারে গচ্ছিত সোনা গোণার জন্য একটি উচ্চস্তরের কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির চেয়ারম্যান পদে রয়েছেন সুপ্রিম কোর্টের এই প্রাক্তন বিচারপতি। আগামী শুক্রবার, ৫ জুলাই সেই কমিটির সঙ্গে রয়েছে বৈঠক। পাশাপাশি ৭ জুলাই রথযাত্রা উৎসবেও সামিল হবেন তিনি। এরপর ৮ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত ভাণ্ডার রত্ন গোণার কাজের তদারকি করবেন।

গত রবিবারই ওডিশার নয়া মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি প্রতিশ্রুতি দিয়েছেন, খুব শীঘ্রই পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার খোলা হবে। সেটির পর্যবেক্ষণের পর সম্পূর্ণরূপে সংস্কারের কাজও শুরু হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে পুরীর রত্ন ভাণ্ডার। জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী, প্রতি তিন বছর অন্তর রত্ন ভাণ্ডার খুলে ভিতরের কক্ষে সমস্ত জিনিসপত্র খতিয়ে দেখতে হয় এবং সম্পত্তি অডিট করতে হয়। তবে ১৯৭৮ সাল থেকে কোনও অডিট হয়নি। আর সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে সেই রত্ন ভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েই নবীন পট্টনায়েক সরকারকে সরিয়ে নয়া সরকার গঠন করেছে বিজেপি।


spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...