Monday, November 3, 2025

তালিবানি ফতোয়া। বৈঠকে থাকবে না মহিলারা। তালিবানের শর্ত মেনে বৈঠক করল রাষ্ট্রসংঘ (UN)। এই নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়েছে। এই প্রথম রাষ্ট্রসংঘের বৈঠকে উপস্থিত ছিল তালিবান। কিন্তু শর্ত ছিল, কোনও মহিলা উপস্থিত থাকতে পারবেন না বৈঠকে! সেই শর্ত মেনেও নেয় রাষ্ট্রসংঘ। এই নিয়ে প্রতিবাদ জানান নারী অধিকার আন্দোলনকারীরা। মুখ বাঁচাতে রাষ্ট্রসংঘ জানায়, তালিবান (Taliban) চায় মহিলারা জনজীবনের অংশীদার হয়ে উঠুন। কিন্তু আফগান নাগরিক সমাজের কেউ বৈঠকে থাকুক সেটা তারা চায়নি।দোহায় আফগানিস্তান বিষয়ক বৈঠক আয়োজন করেছিল রাষ্ট্রসংঘ (UN)। এই প্রথম সেখানে উপস্থিত ছিল তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ। কিন্তু বৈঠকে অংশ নেওয়ার দুদিনের আগে তিনি শর্ত দেন, বৈঠকে কোনও মহিলাকে রাখা যাবে না। এ প্রসঙ্গে রাষ্ট্রসংঘের কর্তা রোজমেরি ডিকার্লোর সাফাই, ”আফগান নাগরিক সমাজের সঙ্গে এই ফর্ম্যাটের বৈঠকে বসতে চায়নি তালিবান। কিন্তু তারা স্পষ্ট বলছে যে মহিলা ও নাগরিক সমাজকে জনজীবনের অংশ হয়ে উঠতে হবে।”বিগত এক বছরে তৃতীয়বার রবি ও সোমবার কাতারে এই ধরনের  বৈঠক হল। কিন্তু তালিবান এই প্রথম বৈঠকে অংশ নিল। ফলে সে দিকে নজর ছিল বিশ্বেরই। আফগানিস্তানের নারী ও শিশু অধিকার বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত রিনা আমিরি এবং মার্কিন ‘আফগান পয়েন্ট ম্যান’ থমাস ওয়েস্ট জানান, দেশের অর্ধেক নাগরিকের অধিকারকে সম্মান না দিলে আফগান অর্থনীতির উন্নতি হওয়া সম্ভব নয়।

এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়ে সরব বিশেষজ্ঞ মহল। তাদের মতে, মহিলাদের বৈঠকে থাকতে না দিয়ে কার্যত তালিবানের সামনে নতিস্বীকারই করল রাষ্ট্রসংঘ।





Related articles

ট্রেলারে ধাক্কা ট্রাভেলারের: রাজস্থানে একসঙ্গে মৃত ১৮ পুণার্থী

দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে ধাক্কা যাত্রীবাহী ট্রাভেলারের। রাজস্থানের যোধপুরের (Jodhpur) কাছে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।...

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...
Exit mobile version