Tuesday, November 4, 2025

চন্দ্রযান ৩-এর সাফল্যের পর এখন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার লক্ষ্য মহাকাশে মানুষ পাঠানো। সেই লক্ষ্যে তৈরি হয়েছে গগনযান মিশন (Mission Gaganayan)। এই মুহূর্তে সেই প্রস্তুতিতেই ব্যস্ত ISRO-র বিজ্ঞানীরা। সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ (S Somnath) জানিয়েছেন এই বছর গগনযান মিশন (Mission Gaganayan) একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। মিশনটি সফল করার জন্য ইসরো, বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ সংস্থার সঙ্গে কাজ করছে। চেষ্টা চলছে ডিসেম্বরের মধ্যেই এই মিশনটি লঞ্চ করার!

ইসরো চেয়ারম্যান ডঃ এস সোমনাথ বলেন, গগনযানকে নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে মহাকাশ গবেষণা। এরই সঙ্গে আরও তিনটি গুরুত্বপূর্ণ মিশন নির্ধারিত রয়েছে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হল মানবহীন মিশন, যা পৃথিবীর কক্ষপথে গিয়ে বেশ কিছুটা সময় সেখানে থাকার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। দ্বিতীয় মিশনটি সরঞ্জাম এবং অ্যালগরিদম পরীক্ষা করার জন্য প্ৰস্তুত করা হয়েছে। আর তৃতীয় মিশনটি একটি পরীক্ষামূলক মিশন হবে। এছাড়াও, ভারতের জাতীয় মহাকাশ সংস্থার হাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব মিশন গগনযানও রয়েছে। মিশনের জন্য চারজনকে বেছে নেওয়া হয়েছে। যদিও তাঁদের মধ্যে আপাতত একজনই মহাকাশে যাবেন। তবে সবাইকেই একই ধরনের ট্রেনিং দেওয়া হবে। ভারতীয় বিমান বাহিনীর সেই চারজন পরীক্ষার্থী প্রশান্ত নায়ার, অঙ্গদ প্রতাপ, অজিত কৃষ্ণান এবং শুভাংশু শুক্লাকে গগনযান মিশনের জন্য নির্বাচিত করা হয়েছে। গগনযানের প্রথম ক্রু ফ্লাইটটি মহাকাশে এক দিন থাকবে। ফ্লাইট থেকেই মহাকাশচারী পৃথিবীর ১৬টি কক্ষপথ খুঁটিয়ে দেখবেন। পরিবেশগত জীবন সমর্থন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাকে কার্যকরভাবে পরীক্ষা করবেন। এক দিনে যতটা সম্ভব কাজ শেষ করেই, পৃথিবীতে ফিরতে হবে গগনযানকে। এই মিশনে সবকিছু ঠিকঠাক থাকলেই ইসরো পরবর্তী মিশনের দিকে এগিয়ে যাবে বলেও জানা গেছে। সম্প্রতি ইসরো কর্তা এক সাক্ষাৎকারে বলেছেন, “যদি আমাদের মহাকাশে দেশের প্রধানমন্ত্রীকে পাঠানোর ক্ষমতা থাকে, সেই আত্মবিশ্বাস তৈরি হয়, আমরা সকলেই অত্যন্ত গর্ব বোধ করব।” এরপর থেকেই জল্পনা শুরু । তাহলে কি গগনযানে চড়ে পৃথিবীর কক্ষপথ দেখতে চলেছেন নরেন্দ্র মোদি? পরিকল্পনা অনুযায়ী, ইসরো পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে যাবে এই যান। পাশাপাশি এই মুহূর্তে আদিত্য এল ১- এর প্রথম ল্যাপের সাফল্যের কথাও তুলে ধরেন এস সোমনাথ।

 

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version