Monday, May 5, 2025

রবীন্দ্র সরোবরের জমিতে সেলিব্রিটি ক্রিকেট লিগ বন্ধের নির্দেশ হাইকোর্টের!

Date:

সেলিব্রেটিদের ক্রিকেট খেলায় (CCL) কোপ! রবীন্দ্র সরোবর (Rabindra Sarovar) লেক এলাকায় ক্রিকেট খেলা নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। পরিবেশ রক্ষা সংক্রান্ত মামলায় অন্তর্বর্তী নির্দেশ দিয়ে আদালতের তরফে বলা হয় আপাতত ওই জমিতে ক্রিকেটারদের খেলার আয়োজন এবং প্র্যাকটিস দুটোই বন্ধ রাখতে হবে। এ বিষয়ে রাজ্যের (Government of West Bengal)কাছে হলফনামা চেয়েছে হাইকোর্ট।

ক্রিকেট লিগের অনুশীলনের জন্য ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাব ফাউন্ডেশনকে রবীন্দ্র সরোবরের ৯৮ কাঠা জমি জন্য ব্যবহার করার জায়গা ব্যবহারের অনুমতি দেয় কলকাতা পুরসভা (KMC)। কিন্তু এই ধরনের সিদ্ধান্তের ফলে পরিবেশ নষ্ট হচ্ছে এই অভিযোগ করে সবুজ মঞ্চ নামে একটি সংগঠন এর বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করে। আজ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি ছিল। সেখানেই আদালত ক্রিকেট খেলা বন্ধ করার অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। রবীন্দ্র সরোবরের জমিতে অভিনয় জগতের তারকাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লিগের আয়োজন করা হয়ে থাকে। মামলাকারী সংগঠনের বক্তব্য, খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করতে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। তাই এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন।

মামলায় প্রধান বিচারপতির মন্তব্য, ‘‘জনগণের সম্পত্তি বেসরকারি কাজে কখনই ব্যবহার করা যেতে পারে না। হতে পারে ওই তারকা ক্রিকেটারেরা রাজ্যের ব্লু-আইড বয়। তার মানেই সরকারি জায়গা তাঁরা ইচ্ছা মতো ব্যবহার করার অনুমতি পাবেন, এটা হতে পারে না।’’ আগামী ২৫ জুলাই এই মামলার পরবর্তী শুনানি, সেদিনই রাজ্যকে হলফনামা দিতে হবে।

 

 

Related articles

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...
Exit mobile version