রাজ্যে নিয়োগ মামলা দীর্ঘদিনই ধরে চলেছে। বর্তমানে সেই মামলা সুপ্রিম কোর্টে। কিন্তু সেই গুরুত্বপূর্ণ মামলাগুলি নিষ্পত্তির জন্য হাই কোর্টের লোক আদালতে ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে মামলাকারী আইনজীবীদের বক্তব্য, এই মামলাগুলি ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শীর্ষ আধিকারিকরা পর্যন্ত গ্রেফতার হয়েছেন। সেই গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি কী ভাবে লোক আদালতে হতে পারে? কী ভাবে সুপ্রিম কোর্ট এই মামলা লোক আদালতে পাঠাল সেই বিষয়েও প্রশ্ন উঠেছে।
জানা গিয়েছে, বুধবারই প্রাথমিক শিক্ষক পদের চাকরিপ্রার্থী রমেশ মালিকের মামলা লোক আদালতে ওঠার কথা ছিল। তার আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত লোক আদালতে জানিয়েছেন, এই মামলার সঙ্গে দুর্নীতি জড়িত এবং বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই লোক আদালতে এর নিষ্পত্তি হতে পারে না।