লোকসভা নির্বাচনের আগে থেকেই দেশ বাঁচাও গণমঞ্চের তরফে রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে একাধিক সভা, মিছিল করা হয়েছিল। দেশে গণতন্ত্রকে বাঁচানোর লক্ষ্যে নাগরিক হিসেবে সঠিক কর্তব্য পালনের ডাক দিয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার, আলিপুরের সৌজন্য প্রেক্ষাগৃহে দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যদের সঙ্গে আলাপচারিতা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন বাংলার তিনি। বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে গণমঞ্চের বক্তব্য ও পরিকল্পনার কথা শোনেন মুখ্যমন্ত্রী।