Friday, November 28, 2025

মিলল না রেহাই! অবশেষে পুলিশের জালে আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত

Date:

Share post:

গা ঢাকা দিয়েও মিলল না স্বস্তি! শেষমেশ রাজ্য পুলিশের প্রচেষ্টায় গ্রেফতার আড়িয়াদহকাণ্ডের (Ariadaha) মূল অভিযুক্ত জয়ন্ত সিং (Jayanta Singh)। ঘটনার পর চারদিন ধরে পলাতক ছিলেন জয়ন্ত। বৃহস্পতিবার সকালে তিনি বেলঘরিয়া (Belgharia) থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে থানায় নিয়ে গিয়ে পুলিশ তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, এদিন এক পরিচিতের সঙ্গে দেখা করতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে দেখা করতে আসেন জয়ন্ত। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এদিন ডানলপ ISI-এর কাছ থেকে তাঁকে গ্রেফতার করে। এদিন গ্রেফতারের পর সাগর দত্ত মেডিক্যাল কলেজে জয়ন্তর শারিরীক পরীক্ষা করা হয়। ইতিমধ্যে ঘটনায় জয়ন্ত-সহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

গত সোমবার বেলঘরিয়ার আড়িয়াদহের বাসিন্দা এক প্রৌঢ়া ও তাঁর ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। জানা যায়, কলেজ পড়ুয়া সায়নদীপ পাঁজার সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে পাড়ারই ছেলেদের বচসা হয়। সাময়িকভাবে বিষয়টা মিটেও যায়। সোমবার সন্ধ্যায় বাড়ির সামনেই বসেছিলেন সায়নদীপ। অভিযোগ, তখন ৮-১০ জন যুবক তাঁর ওপর হামলা চালায়। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মাও। মারের চোটে সায়নদীপের দাঁত ভেঙে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে পায় পুলিশ। মূল অভিযুক্তের তালিকায় উঠে আসে জয়ন্ত সিংয়ের নাম।

তারপর থেকেই ফেরার ছিলেন জয়ন্ত। অবশেষে বৃহস্পতিবার সকালে জয়ন্তকে গ্রেফতার করে বেলঘরিয়া থানার পুলিশ। আজই অভিযুক্তকে ব্যারাকপুরে আদালতে তোলা হবে বলে খবর।


spot_img

Related articles

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য...

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...