Saturday, November 22, 2025

পড়ে গিয়ে বিপত্তি! হাসপাতালে ভর্তি মুকুল রায়, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

Date:

Share post:

বুধবার রাতে আচমকাই বাড়িতে পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গিয়েছিল! এরপর এক মুহুর্ত দেরি না করে রাতেই কলকাতার (Kolkata) বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মুকুল রায়কে (Mukul Roy)। পরে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে বর্ষীয়ান এই রাজনীতিকের। তাই এক মুহুর্ত দেরি না করে মাঝরাতেই মুকুলের অস্ত্রোপচার (Operation) করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। যদিও দেড় ঘণ্টা অস্ত্রোপচার শেষে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।


বুধবার রাতে কাঁচরাপাড়ার বাড়িতেই ছিলেন তিনি। কিন্তু আচমকাই কাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুকুল রায়। তবে বুধবার রাতে গুরুতর চোট পাওয়ায় তাঁকে প্রথমে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে বাইপাস সংলগ্ন একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে মুকুল রায়ের। তাই মাঝরাতেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দেড় ঘণ্টার ওপর অস্ত্রোপচার হয়। যদিও অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গেছে। তবে বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন তিনি। আজ, বৃহস্পতিবার তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে দেখা হবে, কেমন থাকছেন। এর পরে পরবর্তী চিকিৎসার কথা জানাবেন ডাক্তাররা। এমনিতে মুকুল রায়ের স্মৃতি দুর্বল হয়েছে। পাশাপাশি বহুদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত মুকুল।


spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...