Thursday, August 21, 2025

পড়ে গিয়ে বিপত্তি! হাসপাতালে ভর্তি মুকুল রায়, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

Date:

বুধবার রাতে আচমকাই বাড়িতে পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গিয়েছিল! এরপর এক মুহুর্ত দেরি না করে রাতেই কলকাতার (Kolkata) বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মুকুল রায়কে (Mukul Roy)। পরে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে বর্ষীয়ান এই রাজনীতিকের। তাই এক মুহুর্ত দেরি না করে মাঝরাতেই মুকুলের অস্ত্রোপচার (Operation) করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। যদিও দেড় ঘণ্টা অস্ত্রোপচার শেষে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।


বুধবার রাতে কাঁচরাপাড়ার বাড়িতেই ছিলেন তিনি। কিন্তু আচমকাই কাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুকুল রায়। তবে বুধবার রাতে গুরুতর চোট পাওয়ায় তাঁকে প্রথমে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে বাইপাস সংলগ্ন একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে মুকুল রায়ের। তাই মাঝরাতেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দেড় ঘণ্টার ওপর অস্ত্রোপচার হয়। যদিও অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গেছে। তবে বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন তিনি। আজ, বৃহস্পতিবার তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে দেখা হবে, কেমন থাকছেন। এর পরে পরবর্তী চিকিৎসার কথা জানাবেন ডাক্তাররা। এমনিতে মুকুল রায়ের স্মৃতি দুর্বল হয়েছে। পাশাপাশি বহুদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত মুকুল।


Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version