Thursday, November 6, 2025

পড়ে গিয়ে বিপত্তি! হাসপাতালে ভর্তি মুকুল রায়, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

Date:

বুধবার রাতে আচমকাই বাড়িতে পড়ে গিয়ে মাথায় রক্ত জমে গিয়েছিল! এরপর এক মুহুর্ত দেরি না করে রাতেই কলকাতার (Kolkata) বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মুকুল রায়কে (Mukul Roy)। পরে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে বর্ষীয়ান এই রাজনীতিকের। তাই এক মুহুর্ত দেরি না করে মাঝরাতেই মুকুলের অস্ত্রোপচার (Operation) করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। যদিও দেড় ঘণ্টা অস্ত্রোপচার শেষে বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি।


বুধবার রাতে কাঁচরাপাড়ার বাড়িতেই ছিলেন তিনি। কিন্তু আচমকাই কাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন মুকুল রায়। তবে বুধবার রাতে গুরুতর চোট পাওয়ায় তাঁকে প্রথমে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে বাইপাস সংলগ্ন একটি মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমেছে মুকুল রায়ের। তাই মাঝরাতেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। দেড় ঘণ্টার ওপর অস্ত্রোপচার হয়। যদিও অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানা গেছে। তবে বর্তমানে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন তিনি। আজ, বৃহস্পতিবার তাঁকে ভেন্টিলেশন থেকে বার করে দেখা হবে, কেমন থাকছেন। এর পরে পরবর্তী চিকিৎসার কথা জানাবেন ডাক্তাররা। এমনিতে মুকুল রায়ের স্মৃতি দুর্বল হয়েছে। পাশাপাশি বহুদিন ধরেই ডায়াবেটিসে আক্রান্ত মুকুল।


Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version