Monday, August 25, 2025

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হতে পারে। আসলে একাধিকবার ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ায়, এবারও দোলাচলে মামলাকারীরা। গত ১৮ মার্চ শেষবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিনও শুনানি হয়নি। মামলাটি পিছিয়ে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে বেশ কয়েক মাস ধরে অপেক্ষায় আছেন রাজ্যের সরকারি কর্মীরা। তবে জুলাই মাসেই এই মামলাটি ফের সুপ্রিম কোর্টে উঠতে পারে। এর আগে মামলার লিস্টিংয়ের তারিখও দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের ওয়েবসাইটে।
উল্লেখ্য, মে মাসের ১৯ তারিখ থেকে গরমের ছুটি চলছে সুপ্রিম কোর্টে। ফের ৭ জুলাই আদালত খুলবে। এরপর ১৫ জুলাই বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। সেই তারিখেই মামলাটি তালিকাভুক্ত করা আছে। মামলাটির শুনানি হওয়ার কথা বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে।
জানা গিয়েছে, ১৫ জুলাইয়ের মামলার অ্যাডভান্সড লিস্ট প্রকাশিত হয়েছে। সেই তালিকায় থাকা মামলাগুলির শুনানি ১৫ জুলাই হতে পারে বলে জানানো হয়েছে। সেই তালিকাতেই নথিভুক্ত রয়েছে ডিএ মামলা। তালিকার ১৭৪তম মামলাটি হল পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত স্পেশাল লিভ পিটিশন।

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version