”আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়”! কলকাতা হাইকোর্টে জানাল কর্তৃপক্ষ

বেশ কয়েক বছর ধরেই বিতর্কের সূত্রপাত। এবার তা আরও বড় আকার ধারণ করল। আধার কার্ড (Aadhar Card) বা আধার নম্বর থাকা নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ নয়। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার (UIDAI) তরফে সিনিয়র কাউন্সিল আধার নথিভুক্তি ও আপডেট আইন উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টে। আদালতের এক শুনানিতে, UIDAI স্পষ্ট করেছে যে একটি আধার নম্বর ভারতবর্ষের কোনও জনগণের নাগরিকত্বের প্রমাণ দেয় না।

এ প্রসঙ্গে সিনিয়র কাউন্সিল লক্ষ্মী গুপ্তা হাইকোর্টকে জানিয়েছেন, ১৮২ দিনের বেশি দেশে থাকা বাসিন্দাদের আধার কার্ড (Aadhar Card) দেওয়ার চেষ্টা করা হয়, যাতে তাঁরা সরকারি সাহয্য পেতে পারেন। গুপ্তা এনআরসি-র বিরুদ্ধে জয়েন্ট ফোরামের দ্বারা আধার আইন, ২০২৩ এর ২৮A, যা বিশেষভাবে বিদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কিত, সেই বিষয়ে জানাতে গিয়েই আদালতে এই তথ্য জমা করেন।

UIDAI চাইলে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরে দেশে থাকা কোনও বিদেশি নাগরিকের আধার কার্ড নিষ্ক্রিয় করতে পারে। ফলে আধার কার্ড থাকলেই তিনি ভারতের নাগরিক একথা ঠিক নয় বলেই দাবি করেছে UIDAI.

আরও পড়ুন:“রাজনীতি করতে চাই না, সরকার ক্ষতিপূরণ বাড়াক”!হাথরসের স্বজনহারাদের কাছে রাহুল

 

Previous article“রাজনীতি করতে চাই না, সরকার ক্ষতিপূরণ বাড়াক”!হাথরসের স্বজনহারাদের কাছে রাহুল
Next articleবিশৃঙ্খলা বরদাস্ত নয়! বিক্ষোভের আশঙ্কায় এবার রাহুলের বাসভবনে জোরদার নিরাপত্তা