Thursday, August 21, 2025

কোপার সেমিফাইনালে আর্জেন্তিনা, কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইকুয়েডরকে হারাল ৪-২ গোলে

Date:

কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্তিনা। এদিন
কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ইকুয়েডরকে হারাল ৪-২ গোলে। টাইব্রেকার মিস লিওনেল মেসির। দু’দুটো টাইব্রেকার বাঁচিয়ে ম্যাচের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ।

চোটের কারণে কোপার গ্রুপ পর্বের শেষ ম্যাচ পেরুর বিরুদ্ধে খেলেননি মেসি। তবে এদিন কোয়ার্টার ফাইনালে অবশ্য শুরু থেকেই ছিলেন এলএমটেন। তবে এদিন জেন চোখের আড়ালেই থাকলেন মেসি। মাঠে বেশ নিষ্প্রভই দেখিয়েছে তাঁকে। যদিও নীল-সাদার দল যে গোল পায়, তা তাঁর কর্নার কিক থেকেই। ম্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখায় আর্জেন্তিনা। পিছিয়ে থাকে না ইকুয়েডর। তবে এরই মধ্যে ১-০ গোলে এগিয়ে যায় মেসির দল। ম্যাচের ৩৫ মিনিটে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন লিজ্যান্দ্র মার্টিনেজ। মেসির কর্নারে ম্যাক অ্যালিস্টরের শট থেকে গোল করেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে লিওর দল।

দ্বিতীয়ার্ধে চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াইও। এরই মধ্যে ম্যাচের ৬০ মিনিটে ইকুয়েডরের কর্নার বক্সে রদ্রিগো দে পলের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। তবে পোস্টে মেরে বসেন এনার ভ্যালেন্সিয়া। সমতায় ফেরার সুযোগ হারায় ইকুয়েডর। তবে তারা যেন গোল করতে মরিয়া হয়ে ওঠেন। যার ফলে ম্যাচের অতিরিক্ত সময়ে সমতা ফেরায় ইকুয়েডর। ইকুয়েডরের হয়ে গোল করেন কেভিন রদ্রিগেজ। যার ফলে ম্যাচ গোড়ায় টাইব্রেকারে। কোপার নিয়ম মেনে সরাসরি হয় টাইব্রেকার। আর সেখানে মেসির প্রথম শটই ক্রসবারে লেগে প্রতিহত হয়। তবে পরপর ২ গোল বাঁচিয়ে আর্জেন্তিনাকে বাঁচিয়ে দেন দিবু। শেষমেশ ৪-২ গোলে ম্যাচ জিতে সেমিফাইনালে চলে যায় মেসি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version