Monday, November 10, 2025

বহু ইতিহাসের সাক্ষী ব্যাঙ্কশাল কোর্টের নাম বদল! নতুন কী হল?

Date:

অবশেষে বদলে গেল ব্যাঙ্কশাল কোর্টের (Bankshal Court) পোশাকি নাম। কলকাতা শহরের এই ফৌজদারি আদালতটি লোকমুখে ব্যাঙ্কশাল কোর্ট বলেই পরিচিত। যদিও সরকারিভাবে এই আদালতের নাম ছিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। কিন্তু এবার আদালতটির নাম পাল্টে হল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট (কলকাতা)। আর এই কোর্টের অধীনে থাকা একাধিক ট্রায়াল কোর্টের নাম হল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট। এছাড়া অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনে থাকা দু’টি আদালতের নাম হল যথাক্রমে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট।

ব্যাঙ্কশাল কোর্টের ( Bankshal Court) মুখ্য সরকারি কৌঁসুলি অভিজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কলকাতা হাইকোর্টের জারি করা নোটিফিকেশনের ভিত্তিতে এই নাম পরিবর্তন করা হয়েছে। ফলে এখন থেকে এই আদালতের কাগজপত্র, সিলমোহর থেকে সর্বত্রই পুরনো নাম বদল করে নতুন নাম ব্যবহার করা হবে। আগামী সপ্তাহের মধ্যে এই কোর্টের সমস্ত সাইন বোর্ড সহ বিভিন্ন ফলকেও নাম পরিবর্তন করা হবে বলে আদালত সূত্রের খবর।

এদিকে, নাম পরিবর্তনের বিষয়টি ব্যাঙ্কশাল কোর্টের আদালত প্রশাসনের তরফে সমস্ত আইনজীবী সংগঠনের কর্তাদের চিঠি দিয়ে জানানো হয়েছে। বহ ইতিহাসের সাক্ষী এই কোর্টের পোশাকি নাম পরিবর্তন নিয়ে আইনজীবী সংগঠন সহ প্রবীণ আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আইনজীবী সংগঠনের দুই সিনিয়র কর্তা বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা একটি নাম আচমকা পরিবর্তন হলে একটু তো অন্যরকম লাগবেই। একটা নস্টালজিয়া তো কাজ করে।

আরও পড়ুন: নিয়োগ মামলায় ফের অয়ন শীলের জামিনের আবেদন পিছল কলকাতা হাই কোর্টে

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version