বোলপুরে ঘুমের মধ্যে ঝলসে মা-ছেলের মৃত্যু! গুরুতর জখম বাবা

প্রতীকী ছবি

বগটুইয়ের ছায়া এবার বোলপুরে। রাতে ঘুমন্ত অবস্থায় পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার চক্রান্ত বীরভূমের বোলপুরে (Bolpur)। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে মা ও ছেলের। বাবা গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। নৃশংস ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে।

মৃতার আত্মীয়রা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাতে খাওয়াদাওয়া পর একতলা বাড়িতে জানলা খুলে ছোটো ছেলে আয়ান শেখ (৪) ও স্ত্রী রূপা বিবি (৩০) কে নিয়ে ঘুমোচ্ছিলেন সেখ তুতা (৩৮)। তখনও কেউ বা কারা জানলা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায়। চিৎকারে চেঁচামেচিতে ঘুম ভেঙে উঠে আসে পাশের ঘরে থাকা তাঁদের বড় ছেলে শেখ রাজ। তাঁর চেঁচামেচিতে গ্রামের লোকজন ছুটে আসে। ততক্ষণে অবশ্য মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। তিনজনেই আগুনে ঝলসে যায়।

তিনজনকে প্রথমে বোলপুর (Bolpur) মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরেই তাদেরকে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্ধমান আনার পথে প্রথমে ছোট ছেলে আয়ানের মৃত্যু ঘটে। ঠিক তার পড়েই মায়ের মৃত্যু হয়। বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: ”আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়”! কলকাতা হাইকোর্টে জানাল কর্তৃপক্ষ