Saturday, August 23, 2025

কড়া নিরাপত্তায় নিষ্ক্রিয় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের না-ফাটা বোমা

Date:

ঝাড়গ্রামের গোপিবল্লভপুরে শেষ হল এক অধ্যায়ের। রাজ্য পুলিশের বম্ব স্কোয়াড ও বায়ুসেনার তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের না ফাটা বোমা। প্রায় সাতদিন ধরে জেলা প্রশাসন চূড়ান্ত নিরাপত্তার সঙ্গে পাহারা দিয়েছিল বোমাটি। শুক্রবার বোমাটি নিষ্ক্রিয় করায় ইতিহাসের নেতিবাচক বিশ্বযুদ্ধের এক অধ্যায়ের অবসান হল।

গত শনিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন বাসিন্দা। চাষের জমিতে মাটি খোঁড়ার কাজ করছিলেন তাঁরা। সেই সময় হঠাৎই সেখানে তাঁদের নজরে আসে একটা ভারী লোহার সিলিন্ডার। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। স্থানীয়দের অনুমান এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোন বিস্ফোরক (বোমা) জাতীয় সরঞ্জাম।

পরে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে না ফাটা বোমা। অবশেষে শুক্রবার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হল সেই বোমা। শুক্রবার দুপুরে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বোম্ব স্কোয়াডের উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষ থেকে ফাটানো হয় ওই বোমাটি। ভুলনপুরে নদী তীরবর্তী একটি বিস্তির্ণ এলাকাতে বালির বস্তা দিয়ে ঘিরে বিষ্ফোরণ ঘটানো হয়। এদিন বোম্ব স্কোয়াড ও এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফারাজ, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়, গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকরা।

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version