Wednesday, November 12, 2025

কড়া নিরাপত্তায় নিষ্ক্রিয় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের না-ফাটা বোমা

Date:

ঝাড়গ্রামের গোপিবল্লভপুরে শেষ হল এক অধ্যায়ের। রাজ্য পুলিশের বম্ব স্কোয়াড ও বায়ুসেনার তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করা হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের না ফাটা বোমা। প্রায় সাতদিন ধরে জেলা প্রশাসন চূড়ান্ত নিরাপত্তার সঙ্গে পাহারা দিয়েছিল বোমাটি। শুক্রবার বোমাটি নিষ্ক্রিয় করায় ইতিহাসের নেতিবাচক বিশ্বযুদ্ধের এক অধ্যায়ের অবসান হল।

গত শনিবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সারিয়া চার নম্বর অঞ্চলের ভুলনপুর গ্রামে চাষের জমিতে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন বাসিন্দা। চাষের জমিতে মাটি খোঁড়ার কাজ করছিলেন তাঁরা। সেই সময় হঠাৎই সেখানে তাঁদের নজরে আসে একটা ভারী লোহার সিলিন্ডার। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। স্থানীয়দের অনুমান এটি ব্রিটিশ আমলের ফেলে যাওয়া কোন বিস্ফোরক (বোমা) জাতীয় সরঞ্জাম।

পরে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে না ফাটা বোমা। অবশেষে শুক্রবার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নষ্ট করা হল সেই বোমা। শুক্রবার দুপুরে ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বোম্ব স্কোয়াডের উপস্থিতিতে এয়ারফোর্সের পক্ষ থেকে ফাটানো হয় ওই বোমাটি। ভুলনপুরে নদী তীরবর্তী একটি বিস্তির্ণ এলাকাতে বালির বস্তা দিয়ে ঘিরে বিষ্ফোরণ ঘটানো হয়। এদিন বোম্ব স্কোয়াড ও এয়ারফোর্সের পাশাপাশি উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের এসডিপিও পারভেজ সারফারাজ, গোপীবল্লভপুর থানার আইসি কার্তিক চন্দ্র রায়, গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র সহ প্রশাসনের আধিকারিকরা।

Related articles

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...

আগামী বছর জাপানে যাবেন: ডিলিট সম্মান প্রদান অনুষ্ঠানে বাংলা-জাপান সুসম্পর্কের কথা তুলে ধরে জানালেন মুখ্যমন্ত্রী

আগামী বছর জাপানে যাবেন। বুধবার, ধনধান্য স্টেডিয়ামে জাপানের (Japan) ওকায়ামা বিশ্ববিদ্যালয়ের (Okayama University) তরফে সাম্মানিক ডিলিট প্রদান অনুষ্ঠানে...
Exit mobile version