সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে গতকালই দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের জয়ের আনন্দে ভাসতে মুম্বই শহরে নেমেছিল মানুষের ঢল। বলা ভালো মুম্বইয়ের রাস্তা ছিল জনসমুদ্র। ক্রিকেটারদের নিয়ে উচ্ছ্বাসে ভাসেন আপামোর ভারতবাসী। আর সমর্থকদের এই ভালোবাসাই মন কেড়েছে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থের। যা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পন্থ নিজেই।
পন্থ যে ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেখানে পন্থকে চোখের জলে দেখা গিয়েছে। এবং সেই ভিডিওতে পন্থকে বলতে শোনা যায়, “দারুণ লাগছে। দুর্দান্ত অনুভূতি। এমন সমর্থন দেখিনি।” তার পরেই সমর্থকদের দিকে ক্যামেরা ঘুরিয়ে দেন ভারতীয় উইকেটরক্ষক।সেই সময় মুম্বইয়ের মেরিন ড্রাইভে তখন অসংখ্য মানুষ। তাঁরা ভারতীয় ক্রিকেটারদের এক ঝলক দেখার জন্য এসেছিলেন। জয়ধ্বনি দিচ্ছিলেন রোহিত, বিরাট, পন্থদের নামে। যা দেখে মন কেড়েছে ভারতীয় উইকেটরক্ষকের।
আরও পড়ুন- চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে ওয়াংখেড়েতে রোহিতের মা , ছেলেকে সামনে পেয়ে কপালে চুম্বন মায়ের
