Monday, August 25, 2025

চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে ওয়াংখেড়েতে রোহিতের মা , ছেলেকে সামনে পেয়ে কপালে চুম্বন মায়ের

Date:

ছেলে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসির ট্রফির খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন হয়েছে ছেলের হাত ধরেই। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। গতকাল টি-২০ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে সংবর্ধনা জানাতে নেমেছিল মুম্বইয়ের রাস্তায় জনসমুদ্র। টিম ইন্ডিয়াকে বিশেষ সম্মান দেদোয়া হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর ছেলের এই সাফল্যকে দেখতে কিছুতেই হাতছাড়া করতে চাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার মা পূর্ণিমা শর্মা। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে চলে আসেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ছেলে রোহিতকে সামনে পেয়ে স্নেহে মাখেন তিনি। রোহিতের কপালে চুম্বন দেন তিনি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেই ভিডিও ভাইরাল সেখানে দেখা যাচ্ছে, দীর্ঘদিন পর ছেলেক কাছে পেয়ে পূর্ণিমা শর্মা আর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি রোহিতকে কাছে পেয়েই জড়িয়ে ধরেন। চুমুতে ভরিয়ে দেন ছেলেকে। ছেলের সাফল্য নিয়ে রোহিতের মা বলেন, “ আমার শরীরটা একদম ভালো নেই, চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দিনটা মিস করতে চাইনি। রোহিত এতদিন এত কষ্ট করেছে, আজ তাই এই সাফল্য এই ভালোবাসা পাচ্ছে, যা দেখে আমি মুগ্ধ। রোহিত বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিল এবার টি-২০ খেলা ছেড়ে দেবে, আমি বলেছিলাম তাহলে বিশ্বকাপ জিতে ফিরতে। সেটা করে ফেলেছে ও। এত মানুষ, এরকম পরিবেশ আমি এর আগে কখনও দেখিনি, এমন দিন দেখার সুযোগ আসবে, তাও কখনও ভাবতে পারিনি। এই দিনটার জন্যই এতদিন এত কষ্ট করেছে, তাই আমিও আজকে এসেছি।“

এদিকে রোহিত বাড়ি ফিরতে তাঁকে বিশেষ সম্মান জানান তাঁর ছোটবেলার বন্ধুরা। যার মধ্যে ছিলেন তিলক ভার্মাও। রোহিত বাড়ি আসতেই তাঁকে স্যালুট করেন তিলক ভর্মা এবং বাকিরা। তারপর রোহিতের দিকে এগিয়ে যান। রোহিতকে কাঁধে তুলে নিয়ে উৎসব চলে। পুষ্পবৃষ্টি করানো হয়।

আরও পড়ুন- দলবদলে ফের চমক বাগানের, এবার মোহনবাগানে আলবার্তো রডরিগেজ


Related articles

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...
Exit mobile version