Monday, August 25, 2025

সরকারি জমি দখলমুক্ত করতে পঞ্চায়েতের উদ্যোগে উখড়া বাজারের রাস্তা জরিপ শুরু

Date:

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই শুক্রবার অন্ডালের উখড়া বাজারে রাস্তা দখল মুক্ত করতে জমি জরিপের কাজ শুরু করল উখড়া পঞ্চায়েত। শুক্রবার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, চেম্বার অব কমার্স ও পুলিশের উপস্থিতিতে শুরু হয়েছে রাস্তা জরিপের কাজ।

সরকারি জমি দখলমুক্ত ও অবৈধ নির্মাণ নিয়ে সম্প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজ্যের অন্যান্য জায়গার মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার উখড়া বাজারের ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হল উখড়া পঞ্চায়েত। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বাজারের রাস্তা জরিপের কাজ। রাস্তা দখল করে অবৈধ নির্মাণ গুলি চিহ্নিত করা হলো এদিন। জরিপের কাজ শেষ হলে অবৈধ দখলদারদের নোটিশ করে অবৈধ নির্মাণ ভাঙ্গার নির্দেশ দেওয়া হবে বলে জানান উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে এবং উপপ্রধান শরণ সাইগল। তারা জানিয়েছেন, উখড়া বাজারের এনএসবি রোডের নেতাজি স্ট্যাচু থেকে সিনেমা হল মোড় পর্যন্ত সরকারি নথিতে রাস্তাটি হচ্ছে কোথাও ৫৫ কোথাও ৬০ ফুটের। অবৈধ নির্মাণ আর দখলদারির ফলে বর্তমানে সেই রাস্তা কমে কোথাও ১৮ ফুট কোথাও ১৫ ফুটে এসে ঠেকেছে। রাস্তা দ্রুত দখল মুক্ত করা হবে বলে জানান তারা।

উখড়া চেম্বার অফ কমার্সের প্রতিনিধি মনোজ সরাফ জানান, পঞ্চায়েতের এই উদ্যোগে তারা পাশে আছেন। এই দিনের এই রাস্তার জরিপ করার সময় দেখা গেল উখড়া এনএসবি রোডের অধিকাংশ বড় দোকান ও ছোট দোকানও চলে এসেছে রাস্তায়। পঞ্চায়েত রাস্তা জরিপ করে মার্কিং করে দিয়েছে। সরকারি রাস্তা দখল করে থাকা দোকানদারদের সতর্ক করা হয়েছে। এরপরও নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version