মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই শুক্রবার অন্ডালের উখড়া বাজারে রাস্তা দখল মুক্ত করতে জমি জরিপের কাজ শুরু করল উখড়া পঞ্চায়েত। শুক্রবার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, চেম্বার অব কমার্স ও পুলিশের উপস্থিতিতে শুরু হয়েছে রাস্তা জরিপের কাজ।
সরকারি জমি দখলমুক্ত ও অবৈধ নির্মাণ নিয়ে সম্প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । রাজ্যের অন্যান্য জায়গার মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার উখড়া বাজারের ফুটপাত দখল মুক্ত করতে উদ্যোগী হল উখড়া পঞ্চায়েত। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বাজারের রাস্তা জরিপের কাজ। রাস্তা দখল করে অবৈধ নির্মাণ গুলি চিহ্নিত করা হলো এদিন। জরিপের কাজ শেষ হলে অবৈধ দখলদারদের নোটিশ করে অবৈধ নির্মাণ ভাঙ্গার নির্দেশ দেওয়া হবে বলে জানান উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা কোলে এবং উপপ্রধান শরণ সাইগল।
উখড়া চেম্বার অফ কমার্সের প্রতিনিধি মনোজ সরাফ জানান, পঞ্চায়েতের এই উদ্যোগে তারা পাশে আছেন। এই দিনের এই রাস্তার জরিপ করার সময় দেখা গেল উখড়া এনএসবি রোডের অধিকাংশ বড় দোকান ও ছোট দোকানও চলে এসেছে রাস্তায়। পঞ্চায়েত রাস্তা জরিপ করে মার্কিং করে দিয়েছে। সরকারি রাস্তা দখল করে থাকা দোকানদারদের সতর্ক করা হয়েছে। এরপরও নির্দেশ না মানলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।