সরকারি জমি জবরদখলে দিল্লি থেকে গ্রেফতার শিলিগুড়ির নেতা

সরকারি জমি দখলে এবার কড়া পদক্ষেপ পুলিশের । রাজধানীতে গা ঢাকা দেওয়া ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার এক নেতা গৌতম গোস্বামীকে (Gautam Goswami)গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জমি জবরদখল নিয়ে নবান্ন (Nabanna)থেকে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন দল রং নির্বিশেষে পুলিশ ব্যবস্থা নেবে। অন্যায় করলে কাউকে রেয়াত করা হবে না। এরপরই পদক্ষেপ পুলিশের।

সূত্রের খবর জমি দুর্নীতি কাণ্ডে দেবাশিস প্রামাণিক নামে এক নেতা গ্রেফতার হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন গৌতম। প্রথমে শিলিগুড়ি থেকে কলকাতায় আসেন তারপর সেখান থেকে হায়দরাবাদ পালিয়ে যান বলে অভিযোগ। সেখান থেকে বেঙ্গালুরু হয়ে সোজা দিল্লি গিয়ে আত্মগোপন করেছিলেন। গোপন সূত্রে এই খবর শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপের কাছে পৌঁছয়। এরপরই দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে।

Previous articleআজ রাতে ইউরোতে মেগা ম্যাচ, মুখোমুখি রোনাল্ডো-এমবাপে
Next articleকাজ অসম্পূর্ণ: কবে দিঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রা পালন? জানালেন স্বয়ং মুখ্যমন্ত্রী