Tuesday, December 2, 2025

চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে ওয়াংখেড়েতে রোহিতের মা , ছেলেকে সামনে পেয়ে কপালে চুম্বন মায়ের

Date:

Share post:

ছেলে সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আইসিসির ট্রফির খরা কাটিয়ে টি-২০ বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন হয়েছে ছেলের হাত ধরেই। যার কথা বলা হচ্ছে তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। গতকাল টি-২০ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে সংবর্ধনা জানাতে নেমেছিল মুম্বইয়ের রাস্তায় জনসমুদ্র। টিম ইন্ডিয়াকে বিশেষ সম্মান দেদোয়া হয় ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আর ছেলের এই সাফল্যকে দেখতে কিছুতেই হাতছাড়া করতে চাননি টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মার মা পূর্ণিমা শর্মা। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে চলে আসেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ছেলে রোহিতকে সামনে পেয়ে স্নেহে মাখেন তিনি। রোহিতের কপালে চুম্বন দেন তিনি। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেই ভিডিও ভাইরাল সেখানে দেখা যাচ্ছে, দীর্ঘদিন পর ছেলেক কাছে পেয়ে পূর্ণিমা শর্মা আর নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি। তিনি রোহিতকে কাছে পেয়েই জড়িয়ে ধরেন। চুমুতে ভরিয়ে দেন ছেলেকে। ছেলের সাফল্য নিয়ে রোহিতের মা বলেন, “ আমার শরীরটা একদম ভালো নেই, চিকিৎসকের কাছে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দিনটা মিস করতে চাইনি। রোহিত এতদিন এত কষ্ট করেছে, আজ তাই এই সাফল্য এই ভালোবাসা পাচ্ছে, যা দেখে আমি মুগ্ধ। রোহিত বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই বলেছিল এবার টি-২০ খেলা ছেড়ে দেবে, আমি বলেছিলাম তাহলে বিশ্বকাপ জিতে ফিরতে। সেটা করে ফেলেছে ও। এত মানুষ, এরকম পরিবেশ আমি এর আগে কখনও দেখিনি, এমন দিন দেখার সুযোগ আসবে, তাও কখনও ভাবতে পারিনি। এই দিনটার জন্যই এতদিন এত কষ্ট করেছে, তাই আমিও আজকে এসেছি।“

এদিকে রোহিত বাড়ি ফিরতে তাঁকে বিশেষ সম্মান জানান তাঁর ছোটবেলার বন্ধুরা। যার মধ্যে ছিলেন তিলক ভার্মাও। রোহিত বাড়ি আসতেই তাঁকে স্যালুট করেন তিলক ভর্মা এবং বাকিরা। তারপর রোহিতের দিকে এগিয়ে যান। রোহিতকে কাঁধে তুলে নিয়ে উৎসব চলে। পুষ্পবৃষ্টি করানো হয়।

আরও পড়ুন- দলবদলে ফের চমক বাগানের, এবার মোহনবাগানে আলবার্তো রডরিগেজ


spot_img

Related articles

নাগা স্মৃতি ভুলে রাজ-পত্নী সামান্থা! অভিনেত্রীর বিয়ের চর্চার শিরোনামে ‘ঐতিহাসিক’ আংটি

নাগা চৈতন্যর (Naga Chaitanya) সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ...

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা...

বাজেট পরিকল্পনায় ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন’ জোরদার করতে উদ্যোগ রাজ্যের

আগামী ২০২৬–২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট এবার রাষ্ট্রসংঘ নির্ধারিত দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যের সঙ্গে আরও বেশি সামঞ্জস্য করে প্রণয়নের উদ্যোগ...

গ্রুপ সি -ডি’তে থাকা ‘অযোগ্য’দের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের নির্দেশ হাই কোর্টের

গ্রুপ সি ও ডি তে 'অযোগ্য' কারা তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই...