Thursday, December 18, 2025

ওষুধ ব্যবহারের বিকল্প পদ্ধতি জানিয়ে বিপাকে সামান্থা!

Date:

Share post:

ভাইরাল ওষুধ গ্রহণের বিকল্প পদ্ধতির কথা সমাজমাধ্যমে জানিয়ে বিপাকে অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। নায়িকা তাঁর ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে নেবুলাইজারের সাহায্যে ভাইরাল ওষুধ গ্রহণ করছেন তিনি। ক্যাপশনে তিনি লেখেন,’একটি সাধারণ ভাইরালের জন্য ওষুধ গ্রহণ করার আগে, একটি বিকল্প পদ্ধতির চেষ্টা করার কথা বিবেচনা করুন। একটি বিকল্প হল হাইড্রোজেন পারক্সাইড এবং পরিশুদ্ধ জলের মিশ্রণ দিয়ে নেবুলাইজ করা, যা ম্যাজিকের মতো কাজ করে। খুব প্রয়োজন না থাকলে ওরাল মেডিসিন এড়িয়ে চলুন।’ এরপরই সমাজমাধ্যমে জোর আলোচনা শুরু হয়। নায়িকা যা বলছেন তা কতটা ঠিক সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর মধ্যেই মুম্বইয়ের ওকহার্ট হাসপাতালের (Wockhardt Hospitals)ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের চিকিৎসক ঋতুজা উগালমুগলে দাবি করেন যে অভিনেত্রী ভুল তথ্য দিচ্ছেন। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন যে হাইড্রোজেন পারক্সাইড এবং ডিস্টিল্ড বা পরিশুদ্ধ জলের নেবুলাইজেশন উভয়ই শরীরে ঝুঁকি নিয়ে আসে। শুধু তাই নয় সোশ্যাল মিডিয়ায় নিজেকে চিকিৎসক বলে দাবি করে একজন লেখেন, যে সামান্থাকে বিকল্প থেরাপি এবং চিকিত্সা নিয়ে আলোচনা করার জন্য এবং তাঁর পোস্টের জন্য জরিমানা বা জেল হওয়া উচিত।এরপরই পাল্টা জবাব দেন নায়িকা।

সামান্থা স্পষ্ট জানান যে নির্দিষ্ট কোনও চিকিৎসাকে প্রচার করার জন্য তিনি এই পোস্ট করেননি। শুধুমাত্র ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেছেন মাত্র। কিন্তু তাঁর মতো তারকা কি চাইলেই নিজের ইচ্ছেমতো পোস্ট দিতে পারেন? মানে সামাজিক দিক থেকে তাঁর একটা দায়বদ্ধতা থাকবে না? এর প্রত্যুত্তরে সামান্থা জানান, গত কয়েক বছর ধরে তাঁকে বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়েছে। উচ্চ যোগ্য পেশাদারদের পরামর্শ অনুযায়ী এবং যথেষ্ট গবেষণা করার পরই সাধারণ মানুষের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব। তিনি বলছেন যে চিকিৎসার কথা তিনি জানিয়েছেন তার সম্পর্কে এক উচ্চ প্রশিক্ষিত যোগ্য ডাক্তারের কাছে জেনেছেন। সেই বিশেষজ্ঞ গত ২৫ বছর ধরে ডিআরডিওতে সেবা করেছেন। তিনি, প্রচলিত ওষুধের উপর তাঁর সমস্ত পরীক্ষানিরীক্ষার পরে এই বিকল্প থেরাপির পক্ষে পরামর্শ দিয়েছেন বলেই দাবি নায়িকার।

spot_img

Related articles

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...