Saturday, November 22, 2025

তেলেঙ্গানায় BRS-এ ভাঙন অব্যাহত! আরও ৬ বিধান পরিষদ সদস্যদের কংগ্রেসে যোগ

Date:

Share post:

তেলঙ্গানায় (Telengana) কেসিআরের (KCR) দলে ভাঙন অব্যহত। শুক্রবার ভারত রাষ্ট্র সমিতির (BRS) ছ’জন বিধান পরিষদ সদস্য কংগ্রেসে (Congress) যোগ দিলেন। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এবং কংগ্রেসের সর্ব ভারতীয় পর্যবেক্ষক দীপা দাশমুন্সির উপস্থিতিতে এদিন আরও শক্তিশালী হল হাত শিবির‌। এদিন ৬ বিধান পরিষদ সদস্যদের যোগদানে কংগ্রেসের সদস্য সংখ্যা ৪ থেকে বেড়ে দাঁড়াল দশে। অন্যদিকে বিআরএসে ভাঙন ধরিয়ে বিধান পরিষদে তাদের সদস্যসংখ্যা ২৫ থেকে কমে উনিশে পৌঁছল। তবে কংগ্রেস শিবিরের দাবি, বিআরএস আগামীদিনে আরও ভাঙবে।

গত বছর বিধানসভা ভোটের আগেই তেলঙ্গানায় ধারাবাহিক ভাঙন শুরু হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতিতে। বিধানসভা ভোটে হার এবং লোকসভা নির্বাচনে নিশ্চিহ্ন হওয়ার পরও সেই প্রবণতা অব্যহত। ১১৯ আসনবিশিষ্ট তেলঙ্গানায় বিধানসভা ভোটে ৬৪টি আসন পেয়ে ক্ষমতায় আসে কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন রেবন্ত রেড্ডি। বিআরএস পেয়েছিল ৩৯টি, বিজেপি আটটি এবং আসাদুদ্দিন ওয়েইসির দল মিম পায় সাতটি আসন। পরে লোকসভা ভোটে ১৭টির মধ্যে কংগ্রেস এবং বিজেপি আটটি করে আসন পায়। ওয়েইসি জেতেন হায়দরাবাদ থেকে। তবে বিআরএস একটি আসনও পায়নি। এর মধ্যেই একের পর এক বিধায়ক দলত্যাগ করায় অস্তিত্বের সঙ্কটে পড়ে গিয়েছে কেসিআরের দল। বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটাই দুশ্চিন্তা, এই হারে বিধায়করা দলত্যাগী হতে থাকলে দলটা থাকবে তো?

উল্লেখ্য, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা এবং জম্মু-কাশ্মীরে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা রয়েছে। বিধানসভার মতোই বিধান পরিষদেও সেখানে নির্বাচিত হতে হয়। কিন্তু সেখানে সাধারণ নাগরিকেরা ভোট দেন না। ভোট দেন বিধায়ক, পঞ্চায়েত-পুরসভার মতো স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধি এবং নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন পেশার মানুষরা।

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...