Friday, January 9, 2026

উদ্বেগজনক! কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি ১৫০ আইনজীবীর

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Aravind Kejriwal) জামিন বাতিলের প্রক্রিয়া নিয়ে এবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে (DY Chandrachud ) চিঠি দিলেন কমপক্ষে ১৫০ আইনজীবী (Lawyer)। আবগারি মামলায় জামিন পেলেও জেল থেকে এখনও মুক্ত হননি আপ সুপ্রিমো। দিল্লি হাই কোর্টের নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশের জেরেই এমন পদক্ষেপ। তবে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনে স্থগিতাদেশ নিয়ে প্রশ্ন তুলে এবার দিল্লি হাই কোর্টের পদক্ষেপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন দিল্লিরই বিভিন্ন আদালতের আইনজীবীরা।


এদিন বিচারপতি চন্দ্রচূড়কে লেখা চিঠিতে আইনজীবীদের অভিযোগ, যেভাবে অরবিন্দ কেজরিওয়ালের জামিন আটকে দেওয়া হয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। পাশাপাশি চিঠিতে উল্লেখ রয়েছে নিম্ন আদালতের রায় আপলোড হওয়ার আগেই দিল্লির হাই কোর্টের বিচারপতি সুধীর কুমার জৈন কীভাবে মামলাটি শুনলেন? যে নির্দেশ কোর্টের ওয়েবসাইটে আপলোডই হল না সেটার বিরুদ্ধে কীভাবে দিল্লি হাই কোর্টের বিচারপতি মামলা গ্রহণ করলেন এবং স্থগিতাদেশও দিয়ে দিলেন? এটা যথেষ্ট উদ্বেগজনক। পাশাপাশি চিঠিতে ভারতের বিচারবিভাগের ‘কালো দিন’ বলেও উল্লেখ করা হয়েছে। কিন্তু আপ সুপ্রিমো মুক্তি পেলেও এর পিছনে বিজেপির ঘৃণ্য রাজনীতিকেই কটাক্ষ করেছেন বিরোধীরা।

গত ২০ জুন সন্ধ্যায় দিল্লির নিম্ন আদালতে জামিন পান কেজরিওয়াল। কিন্তু সেদিন সন্ধে হয়ে যাওয়ায় জেলমুক্তি ঘটেনি তাঁর। জানা যায়, পরদিন অর্থাৎ ২১ জুন মুক্তি পাবেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে তখনই নিম্ন আদালতের বিরোধিতা করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দেয় ইডি। তবে কেজরিওয়াল জেল থেকে বেরনোর আগেই ইডি আবেদন দিল্লি হাই কোর্টে আবেদন করে। এরপর ইডির আবেদনের ভিত্তিতেই দিল্লি হাইকোর্টের নির্দেশে স্থগিত হয়ে যায় জামিন। তারপর থেকেই শুরু হয়েছে নয়া বিতর্ক। গত ২১ মার্চ আবগারি মামলায় কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহার জেলে। এরপর মাঝে লোকসভা ভোটের সময় কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মিললেও ভোট মিটতেই ২ জুন আত্মসমর্পণ করে জেলে ফেরেন কেজরি। এখনও তিনি জেলেই রয়েছেন।


spot_img

Related articles

মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব না দিলে মোদি-শাহ গদি ছাড়ো: হুঙ্কার অভিষেকের

নদিয়ার তাহেরপুর। মতুয়াদের (Matua) বসবাস বেশি। আর সেখানেই দাঁড়িয়ে নাগরিকত্ব ইস্যুতে মোদি-শাহ-সহ বিজেপি (BJP) সাংসদদের ধুয়ে দিলেন তৃণমূলের...

চিন্নাস্বামী স্টেডিয়ামে নয়, আসন্ন আইপিএলে দুর্গ বদল বিরাটদের

কয়েক মাস পরই শুরু হবে আইপিএল(IPL)। নিলামে সব দলই ঘর গুছিয়ে নিয়েছে। আসন্ন আইপিএলে(IPL) চিন্নাস্বামী স্টেডিয়ামেও (Chinnaswamy Stadium)...

বিজেপির ঔদ্ধত্যকে ধিক্কার! সাংসদদের সঙ্গে লজ্জাজনক আচরণের নিন্দায় মুখ্যমন্ত্রী

গণতন্ত্রকে বিজেপি ব্যক্তিগত সম্পত্তি মনে করেছে। রাজধানীর বুকে যেভাবে জনপ্রতিনিধিদের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে, তাকে ধিক্কার। কেন্দ্রের...

বারুইপুরের পরে তাহেরপুর: ফের ব়্যাম্পে ‘ভূত’ হাঁটিয়ে নির্বাচন কমিশনকে মোক্ষম খোঁচা অভিষেকের

বারুইপুরের পরে তাহেরপুর- সভামঞ্চে ফের ‘ভূতদের’ হাঁটালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শুক্রবার, রণসংকল্প...