Sunday, November 9, 2025

ভারতে দশ বছরেও মিটবে না বেকারত্ব, আর্থিক বৃদ্ধি সত্ত্বেও দাবি অর্থনীতিবিদদের

Date:

অর্থনৈতিক বৃদ্ধি ৭ শতাংশ হয়ে যাওয়া সত্ত্বেও ভারতের বেকার সমস্যা মিটবে না। এমনকি এই সমস্যা আগামী দশ বছৎেও মিটবে না বলে মার্কিন ব্যাঙ্কিং সংস্থার একটি বিবৃতিতে দাবি করা হয়েছে। যেভাবে ভারতে বেকার সমস্যা বেড়েছে এবং তাকে ঘুরপথে চালিত করার প্রক্রিয়া গোটা মোদি জমানায় দমিয়ে রাখা রয়েছে, তাতে নতুন কাজ তৈরির সম্ভাবনা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে ওই বিবৃতিতে। এমনকি যে হারে ভারতের আর্থিক বৃদ্ধি তাতে সামান্য কর্মসংস্থান তৈরি সম্ভব হবে বলেই দাবি অর্থনীতিবিদদের বিবৃতিতে।

মার্কিন ব্যাঙ্ক সংস্থা সিটি গ্রুপের অর্থনীতিবিদ সমীরণ চক্রবর্তী ও বাকার জাইদির বিবৃতিতে দাবি করা হয়েছে একদিকে কর্মসংস্থান তৈরির পরিমাণ, অন্যদিকে কাজের মান নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। ভারতের আর্থিক বৃদ্ধি বর্তমানে ৭ শতাংশ। এই বৃদ্ধিতে দেশের ৮০ থেকে ৯০ লক্ষ মানুষের কর্মসংস্থানের পথ তৈরি করা সম্ভব, যা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম বলে দাবি বিবৃতিতে।

সেই সঙ্গে দেশের কর্মসংস্থানের মান নিয়েও প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। তাঁদের দাবি, দেশের ৪৬ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। যদিও কৃষি ভারতের অর্থনীতির মাত্র ২০ শতাংশ বহন করে। সেক্ষেত্রে অন্যান্য যে সব ক্ষেত্র ভারতীয় অর্থনীতির বৃদ্ধিতে সাহায্য করে সেখানে প্রশিক্ষিত কর্মীর সংখ্যা অনেকটা কম। অতিমারির পরে ২৪ শতাংশ মানুষ বেতন পাওয়ার মতো কাজ থেকে দূরে সরে গিয়েছেন। যার ফলে দেশের ৫৮ কোটি ২০ লক্ষ মানুষ সেলফ এমপ্লয়েড।

দেশের অর্থনীতির উপর এই সমীক্ষার পরে ভারত সরকারের কাছে সংস্থার পক্ষ থেকে আবেদন করা হয়েছে কর্মসংস্থানের জন্য নতুন পথ তৈরির চিন্তাভাবনা করার জন্য। তবে সেই সঙ্গে ভারতীয় নাগরিকদের প্রশিক্ষিত করার দিকেও নজর দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে বিবৃতিতে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version