Tuesday, November 11, 2025

দ্বিপাক্ষিক সম্পর্কে জোর! ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ফোন করে ভারতে আসার আমন্ত্রণ মোদির

Date:

Share post:

দীর্ঘ ১৪ বছর পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে লেবার পার্টি (Labour Party)। ঋষি সুনক (Rishi Sunak) সরকারের দীর্ঘ ১৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে নয়া প্রধানমন্ত্রী (Prime Minister) পদে বসতে চলেছেন কিয়ের স্টার্মার (Keir Starmer)। শুক্রবার ফলাফল ঘোষণার পরই ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রীকে ফোনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, এদিন ফোনে স্টার্মারকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের (Bilateral Relationship) উন্নতির বিষয়ে জোর দিয়েছেন দু’দেশের রাষ্ট্রপ্রধান। এছাড়া লেবার পার্টির প্রধানকে ভারতে আসার আমন্ত্রণও মোদি জানিয়েছেন বলে খবর।

শুক্রবারই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স হ্যান্ডেলে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতি থেকেই জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন। চলতি নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্যের জন্য মোদি অভিনন্দন জানান তাঁকে। এছাড়াও দুই নেতার মধ্যে দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির বিষয়েও কথা হয়েছে বলে খবর। দুই নেতাই ভারত-ব্রিটেনের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর এবং এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সহমত হয়েছেন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে। পাশাপাশি এদিন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনককেও শুভেচ্ছা জানিয়েছেন মোদি।

১৯৮৫ সালের পর এই প্রথমবার জুলাই মাসে ভোট হয়েছে ব্রিটেনে। এবারের নির্বাচনে মোট ৪,৫১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বৃহস্পতিবার সকালে সেখানে শুরু হয় ভোটগ্রহণ। চলে রাত ১০ টা পর্যন্ত। তারপর থেকেই শুরু হয়ে যায় গণনা। শুক্রবার সকাল থেকেই ভোটের ফল সামনে আসতে শুরু করে। শেষপর্যন্ত কনজারভেটিভ পার্টিকে বড় ব্যবধানে হারিয়ে জয়ী হয় লেবার পার্টি। চলতি বছর সরকারে পালা বদল নিয়ে আগে থেকেই বুথফেরত সমীক্ষার ফল এসে গিয়েছি। সময় যতই এগিয়েছে ততই মিলে গিয়েছে সমীক্ষার ফলাফল।

spot_img

Related articles

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব, রাজ্যে ১৪ বছরে ৭০ হাজার কোটি টাকার বিনিয়োগ : মুখ্যমন্ত্রী 

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় গত ১৪ বছরে আমূল পরিবর্তন এসেছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যভবন থেকে এক...

দিল্লি বিস্ফোরণ থেকে সতর্ক লালবাজার, ইডেনে বর্জ্র-আটুঁনি

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের(IND vs SA Test) আগে ইডেন পরিদর্শনে নগরপাল মনোজ বর্মা(Manoj Varma)। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর সতর্ক...

Kiff: মঙ্গল-সন্ধ্যায় সিনে আড্ডায় হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী, শোনালেন ‘দুষ্টুমির গল্প’

সিনে প্রেমীদের এখন তীর্থক্ষেত্র নন্দন-রবীন্দ্রসদন চত্বর। সেখানে চলছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kiff)। মঙ্গলবার, সন্ধেয় আচমকাই নন্দন...

ইডেনে পুরানো বন্ধুর সঙ্গে দেখা গিলের, হাসি-মজায় মাতলেন দুই পঞ্জাব পুত্র

ইডেনের ক্লাব হাউসে হঠাত দেখা দুই পঞ্জাব পুত্রের। ক্রিকেটের নন্দন কাননে দুই বন্ধুর রিইউনিয়ন। বর্তমানে ভারতীয় ক্রিকেটের পোস্টার...