Tuesday, November 4, 2025

লোকসভা নির্বাচনের জমি তৈরি করতে মনিপুরকে বেছে নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোটের পরে লোকসভার বিরোধী দলনেতা হয়ে যাওয়ার পর ফের সেই মনিপুরে যাওয়ার পরিকল্পনা রাহুল গান্ধীর। সোমবারই মনিপুর যেতে পারেন বিরোধী দলনেতা। একই সঙ্গে মনিপুরের বাস্তুচ্যুতদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কংগ্রেসের লড়াকু নেতাদের সঙ্গে সাক্ষাৎ এই সফরে সারবেন রাহুল।

নির্বাচনের আগে মনিপুরের বাস্তুচ্যুত মানুষের মধ্যে গিয়ে তাঁদের আস্থা অর্জন করেছিলেন রাহুল গান্ধী। একরকম ফাঁকা মাঠেই গোল দিয়েছিলেন তিনি। কারণ মেইতি-কুকি গোষ্ঠীর সংঘর্ষে হত্যাপুরির চেহারা নেওয়া মনিপুরে পা দেননি বিজেপির কোনও নেতা। মনিপুরও প্রতিদানে দুটি লোকসভা আসনই কংগ্রেসকে তুলে দিয়েছে।

এবার সেই সমর্থনের স্বীকৃতি হিসাবে নিজে মনিপুর যাচ্ছেন রাহুল গান্ধী। তিনি আবার মইরাং ও চূঁড়াচাঁদপুরের হিংসা বিধ্বস্ত এলাকায় যাবেন। সেখানকার অস্থায়ী ক্যাম্পে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় কংগ্রেস কর্মীদের সঙ্গেও কথা বলবেন। হিংসার পাল্টা যেভাবে দমননীতি নিয়ে মনিপুরে ‘শান্তি ফেরানোর’ প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, তার পাল্টা আলোচনা ও আস্থা অর্জনের পথে বিরোধী দলনেতা।

মনিপুর দিয়েই উত্তর-পূর্ব সফর শুরু করছেন রাহুল গান্ধী। একদিনের মনিপুর সফরের পরে তিনি নাগাল্যান্ড সফরের পরিকল্পনা করেছেন। নাগাদের অস্তিত্ব রক্ষার লড়াইতে বিজেপির মতো অবেহলা না করে, কাছ থেকে পরিস্থিতি পর্যালোচনার পথে লোকসভার বিরোধী দলনেতা।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version