Friday, August 22, 2025

লোকসভা নির্বাচনের জমি তৈরি করতে মনিপুরকে বেছে নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভোটের পরে লোকসভার বিরোধী দলনেতা হয়ে যাওয়ার পর ফের সেই মনিপুরে যাওয়ার পরিকল্পনা রাহুল গান্ধীর। সোমবারই মনিপুর যেতে পারেন বিরোধী দলনেতা। একই সঙ্গে মনিপুরের বাস্তুচ্যুতদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কংগ্রেসের লড়াকু নেতাদের সঙ্গে সাক্ষাৎ এই সফরে সারবেন রাহুল।

নির্বাচনের আগে মনিপুরের বাস্তুচ্যুত মানুষের মধ্যে গিয়ে তাঁদের আস্থা অর্জন করেছিলেন রাহুল গান্ধী। একরকম ফাঁকা মাঠেই গোল দিয়েছিলেন তিনি। কারণ মেইতি-কুকি গোষ্ঠীর সংঘর্ষে হত্যাপুরির চেহারা নেওয়া মনিপুরে পা দেননি বিজেপির কোনও নেতা। মনিপুরও প্রতিদানে দুটি লোকসভা আসনই কংগ্রেসকে তুলে দিয়েছে।

এবার সেই সমর্থনের স্বীকৃতি হিসাবে নিজে মনিপুর যাচ্ছেন রাহুল গান্ধী। তিনি আবার মইরাং ও চূঁড়াচাঁদপুরের হিংসা বিধ্বস্ত এলাকায় যাবেন। সেখানকার অস্থায়ী ক্যাম্পে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় কংগ্রেস কর্মীদের সঙ্গেও কথা বলবেন। হিংসার পাল্টা যেভাবে দমননীতি নিয়ে মনিপুরে ‘শান্তি ফেরানোর’ প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, তার পাল্টা আলোচনা ও আস্থা অর্জনের পথে বিরোধী দলনেতা।

মনিপুর দিয়েই উত্তর-পূর্ব সফর শুরু করছেন রাহুল গান্ধী। একদিনের মনিপুর সফরের পরে তিনি নাগাল্যান্ড সফরের পরিকল্পনা করেছেন। নাগাদের অস্তিত্ব রক্ষার লড়াইতে বিজেপির মতো অবেহলা না করে, কাছ থেকে পরিস্থিতি পর্যালোচনার পথে লোকসভার বিরোধী দলনেতা।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version