Tuesday, May 6, 2025

দিনেদুপুরে পুলিশ সেজে সোনার দোকানে দাদাগিরি! রায়গঞ্জের বিধাননগরে চাঞ্চল্য

Date:

সোনার দোকানে (Gold Shop) দিনেদুপুরে পুলিশের পোশাকে দাদাগিরি! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে রায়গঞ্জের (Raigaunge) বিধাননগর এলাকা। সূত্রের খবর, এদিন দুপুরে স্থানীয় এক সোনার দোকানে পুলিশ সেজে ঢুকে দোকানেরই এক কর্মীকে সজোরে চর মারার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। দোকানের সিসিটিভি ক্যামেরায় (CCTV) সেই ছবি ধরা পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এদিন পুলিশের পোশাকে ওই ব্যক্তি দোকানে ঢুকে এক কর্মীর কাছে কিছু গয়না দেখতে চান। তিনি যখন গয়না দেখাচ্ছিলেন তখনই আচমকা ওই কর্মীকে সজোরে থাপ্পড় মারেন পুলিশের পোশাক পরা ওই ব্যক্তি। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।


প্রত্যক্ষদর্শীদের মতে, এদিন দোকানেরই কর্মী রাজা রজক ওই ব্যক্তিকে গয়না দেখাচ্ছিলেন। কিন্তু আচমকাই চটে যান পুলিশ সেজে আসা ওই ক্রেতা। ভাইরাল ভিডিওতে অভিযুক্তকে রাজার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এরপরই রেগে গিয়ে রাজার গালে সজোরে চর কষিয়ে দেন তিনি। বিষয়টিকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। আক্রান্ত কর্মীর গালে গুরুতর আঘাত লেগেছে বলে অভিযোগ। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে। পুলিশ সূত্রের খবর, ওই ব্যক্তির নাম রতন পণ্ডিত। তিনি রায়গঞ্জের কসবায় থাকা রাজ্য পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত। তবে সূত্রের খবর, পরে ঘটনার জন্য অভিযুক্ত ক্ষমাও চেয়ে নেন।

কিন্তু এদিন ঘটনার পর সোনার দোকানের কর্মীরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। তবে কী কারণে অভিযুক্ত ওই কর্মীকে চর মারলেন তা জানার চেষ্টা করা হচ্ছে। তবে জানা গিয়েছে, মূলত কিছু বিষয় নিয়ে বচসার জেরেই মাথা গরম হয়ে যায় ওই ব্যক্তির। যে কারণেই ঘটে যায় অঘটন।


Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version