বিশ্বজয়ের কয়েকদিন বাদেই লজ্জার হার ভারতের। এদিন জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হারের মুখ দেখল টিম ইন্ডিয়া। ১৩ রানে হারে শুভমন গিলের দল। কাজে এল না রবি বিষ্ণোইর ৪ উইকেট । জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের তরুণ ব্রিগেড । এই হারের ফলে ম্যাচের টি-২০ সিরিজে ১-০ পিছিয়ে গেল শুভমনরা।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমন গিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান করে জিম্বাবোয়ে। জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মাদান্দে। ২৩ রান মায়ার্স। ভারতের হয়ে ৪ উইকেট নেন রবি বিষ্ণোই। ২ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ১ টি করে উইকেট নেন মুকেশ কুমার এবং আভেশ খান।
জবাবে ব্যাট করতে নেমে ১০২ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে ৩১ রান করেন অধিনায়ক শুভমন গিল। ২৭ রান করেন ওয়াশিংটন সুন্দর। ৭ রান করেন রুতুরাজ গায়কোয়াড। শূন্যরানে আউট হন রিঙ্কু সিং। জিম্বাবোয়ের হয়ে তিনটি করে উইকেট নেন সিকন্দর রাজা এবং ছাতারা। একটি করে উইকেট নেন বেনেট্ট, ওয়েলিংটন, মুজারাবানি এবং জংয়ে।
আরও পড়ুন- দু’গোলে এগিয়ে থেকেও রেনবোর সঙ্গে ২-২ গোলে ড্র মোহনবাগানের