দেশ-বিদেশের নানা সম্মান-পুরস্কার রয়েছে তাঁর মুকুটে। এবার তাতে যুক্ত হল NABC-2024 সম্মান। অ্যাডামাস ইউনিভার্সিটির আচার্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. সমিত রায়কে (Samit Ray) এবছর ভারতের অন্যতম সেরা শিক্ষাবিদ হিসেবে সম্মানিত করা হয়েছে।
মুকুটে আন্তর্জাতিক পালক: NABC-2024-র অন্যতম সেরা শিক্ষাবিদ হিসেবে সম্মানিত সমিত রায়
Date:
Share post: