Saturday, January 31, 2026

কেন্দ্রে বিজেপির আয়ু একবছর, সিপিএমের লালঝান্ডা বিরিয়ানির হাঁড়িতে! বাগদার প্রচারে সায়নী

Date:

Share post:

আগামী ১০ জুলাই বাগদা বিধানসভা উপনির্বাচন (Bagda By Poll)। এবার মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রকে পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মতুয়া ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণাকে বাগদায় প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল। নাম ঘোষণার পর থেকেই মধুপর্ণার সমর্থনে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীরা। বিশেষ করে বাগদা জোর প্রচার চালাচ্ছে দলের ছাত্র ও যুব সংগঠন।

বাগদায় উপনির্বাচনে দলীয় (Bagda By Poll) প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে ঝড় তুলছে দলের যুব সভানেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। রোড-শো থেকে শুরু করে পথসভায় অংশ নেন সায়নী। যেখানে রাজ্য সরকারের উন্নয়নের পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেন যুব সভানেত্রী।

কেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও মুখে বললে হবে না। বেটিদের বাঁচাতে হবে। তিনি বলেন, বিজেপি বাংলা ও বাঙালি বিদ্বেষী দল। এরা ধর্মের সুড়সুড়ি দিয়ে বাংলাকে ভাগ করতে চাইছে। রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গ তুলে ধরে এদিন সায়নী ঘোষ বলেন, ওরা মুখে বলে এক করে আর এক। ঠাকুরের নামে শপথ নিতে বাধা দিয়ে মতুয়াদের অপমান করেছে বিজেপি। বিজেপি দম্ভ নিয়ে থাকে। এই বিজেপি সরকারের আয়ু এক থেকে দেড় বছর বলে দাবি করেন সায়নী ঘোষ।

পাশাপাশি বামেদের কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, এরাজ্যে বিজেপিকে এনেছে সিপিএম। ৩৪ বছরে বামেরা যা করেছে তাতে লাল ঝান্ডা বিরিয়ানির হাঁড়িতে ঠাঁই পেয়েছে। ভোট প্রচারে এসে রাজ্যের তৃণমূল সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরেন সাংসদ। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজশ্রী সহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, দিদি আপনাদের জন্য সব দিয়েছে। আপনারাও কিছু করুন।

আরও পড়ুন: হাথরাস কাণ্ডের চারদিন পর ভার্চুয়ালি ‘দর্শন’ ভোলে বাবার! দায় এড়ালেন ভিডিওবার্তায়

 

spot_img

Related articles

শাহর সীমান্তে ঘুসপেটিয়াদের আশ্রয়দাতা বিজেপি নেতা! ধৃত মালদহে

রাজ্যজুড়ে ঘুসপেটিয়া শুনিয়ে শুনিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বঙ্গ বিজেপির নেতারা। আদতে...

SIR হয়রানিতে ডেকে আবার আসতে বাধা! পরিযায়ীদের সঙ্গে দ্বিচারিতার রাজনীতি

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া শুরুর সময় থেকে সব থেকে বড় বাধার সম্মুখিন হবে রাজ্যের পরিযায়ী শ্রমিকরা, এমনটা আন্দাজ...

সতর্ক ও সর্বাত্মক লড়াই: ভবানীপুরের বিএলএ-দের বৈঠকে ডেকে বার্তা তৃণমূল নেত্রীর

একদিকে প্রতিপক্ষ বিজেপি। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রতিদিনের নতুন নতুন ছক। এসআইআর প্রক্রিয়ায় যতবার কমিশনের চক্রান্ত ফাঁস হয়েছে, সবই...

কমিউনিস্ট সেলিমের কমিউনাল পলিটিক্স! জোট প্রক্রিয়া ব্যহত করায় দায়ী, সরব কংগ্রেস

কলকাতার হোটেলে হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একদিনে কত বিতর্ক টেনে এনেছেন শূন্যে...