Friday, December 19, 2025

কেন্দ্রে বিজেপির আয়ু একবছর, সিপিএমের লালঝান্ডা বিরিয়ানির হাঁড়িতে! বাগদার প্রচারে সায়নী

Date:

Share post:

আগামী ১০ জুলাই বাগদা বিধানসভা উপনির্বাচন (Bagda By Poll)। এবার মতুয়া অধ্যুষিত এই কেন্দ্রকে পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। মতুয়া ঠাকুর বাড়ির সদস্য মধুপর্ণাকে বাগদায় প্রার্থী করে মাস্টার স্ট্রোক দিয়েছে তৃণমূল। নাম ঘোষণার পর থেকেই মধুপর্ণার সমর্থনে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূলের সর্বস্তরের নেতা কর্মীরা। বিশেষ করে বাগদা জোর প্রচার চালাচ্ছে দলের ছাত্র ও যুব সংগঠন।

বাগদায় উপনির্বাচনে দলীয় (Bagda By Poll) প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে ঝড় তুলছে দলের যুব সভানেত্রী তথা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। রোড-শো থেকে শুরু করে পথসভায় অংশ নেন সায়নী। যেখানে রাজ্য সরকারের উন্নয়নের পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরেন যুব সভানেত্রী।

কেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করে তৃণমূল সাংসদ বলেন, উত্তরপ্রদেশে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও মুখে বললে হবে না। বেটিদের বাঁচাতে হবে। তিনি বলেন, বিজেপি বাংলা ও বাঙালি বিদ্বেষী দল। এরা ধর্মের সুড়সুড়ি দিয়ে বাংলাকে ভাগ করতে চাইছে। রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গ তুলে ধরে এদিন সায়নী ঘোষ বলেন, ওরা মুখে বলে এক করে আর এক। ঠাকুরের নামে শপথ নিতে বাধা দিয়ে মতুয়াদের অপমান করেছে বিজেপি। বিজেপি দম্ভ নিয়ে থাকে। এই বিজেপি সরকারের আয়ু এক থেকে দেড় বছর বলে দাবি করেন সায়নী ঘোষ।

পাশাপাশি বামেদের কটাক্ষ করে তৃণমূল সাংসদ বলেন, এরাজ্যে বিজেপিকে এনেছে সিপিএম। ৩৪ বছরে বামেরা যা করেছে তাতে লাল ঝান্ডা বিরিয়ানির হাঁড়িতে ঠাঁই পেয়েছে। ভোট প্রচারে এসে রাজ্যের তৃণমূল সরকারের নানা প্রকল্পের কথা তুলে ধরেন সাংসদ। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজশ্রী সহ একাধিক প্রকল্পের কথা তুলে ধরে তিনি বলেন, দিদি আপনাদের জন্য সব দিয়েছে। আপনারাও কিছু করুন।

আরও পড়ুন: হাথরাস কাণ্ডের চারদিন পর ভার্চুয়ালি ‘দর্শন’ ভোলে বাবার! দায় এড়ালেন ভিডিওবার্তায়

 

spot_img

Related articles

মহাপ্রভুর অন্তর্ধান রহস্যের উত্তর মিলবে কি! প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে’-র ট্রেলার

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা শুরু বছর ছয়েক আগেই, মাঝে বহু বিতর্ক - সমালোচনা, অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সৃজিত মুখোপাধ্যায়ের...

নির্বাচনের আগে ‘পূর্বপরিকল্পিত’ হিংসা ইউনূস সরকারের: দাবি আওয়ামি লীগ প্রাক্তন মন্ত্রীর

দুমাস পরে দেশে নির্বাচন। তার আগে ভয়ঙ্কর হিংসার আগুনে পুড়ছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে গোটা ঘটনাকে ক্ষমতায় টিকে থাকতে...

বর্ষসেরা মহিলা সাংসদের পুরস্কার দোলা সেনকে, দেশ-রাজ্যবাসীকে ধন্যবাদ আপ্লুত তৃণমূল সাংসদের

সেরা মহিলা সাংসদের সম্মান পেলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ দোলা সেন (Dola Sen)। প্রতিটি বিভাগে সংসদের উভয় কক্ষ...

আইএসএল আয়োজনে উদ্যোগী ক্লাব জোট রূপরেখা পাঠাল দিল্লিতে, ব্যতিক্রমী ইস্টবেঙ্গল

আইএসএল করার রূপরেখা তৈরি করে  কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে  চিঠি পাঠাল আইএসএলের(ISL) ১২ ক্লাবের সম্মিলিত জোট। ...