Tuesday, November 4, 2025

দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন? মুখ খুললেন পর্তুগিজ তারকা

Date:

কোয়ার্টার ফাইনালে হেরে ইউরো থেকে ছিটকে গিয়েছে পর্তুগালক। ছিটকে যাওয়ার পর প্রথমবার মুখ খুললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। রোনাল্ডো টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি। ফলে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ মহাতারকা। জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে কি দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সিআরসেভেন! আর এই নিয়ে মুখ খুললেন রোনাল্ডো।

এই পরিস্থিতিতে রোনাল্ডো নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এমন বিদায় আমাদের প্রাপ্য ছিল না। আমরা আরও বেশি কিছু অর্জন করতে চেয়েছিলাম। আমাদের প্রাপ্য আরও বেশি ছিল। আমাদের প্রত্যেকের জন্য এবং পর্তুগালের জন্য।’ পাশাপাশি সাফল্য ও ব্যর্থতায় সমানভাবে পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আপনারা যে সমর্থন দিয়েছেন এবং আমরা যা কিছু অর্জন করেছি, সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ। আমি নিশ্চিত, পর্তুগাল ফুটবলের উন্নতির ধারা আগামী দিনেও বজায় থাকবে।’

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নিজের পোস্টে একটিও শব্দ খরচ করেননি রোনাল্ডো। যদিও তাঁর ঘনিষ্ঠমহলের দাবি, চল্লিশ ছুঁইছুঁই পর্তুগিজ তারকা ২০২৬ বিশ্বকাপেও খেলতে চান। দেশকে বিশ্বসেরা করার একটা শেষ চেষ্টা করার পাশাপাশি টানা ছ’টি বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়তে চান। রোনাল্ডো নিজে বলছেন, ‘‘জাতীয় দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারিনি। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচটা আমাদেরই জেতা উচিত ছিল। ম্যাচটা আবার দেখলে সবাই বুঝতে পারবেন, সেদিন পর্তুগালই ভাল খেলেছিল।’’

আরও পড়ুন- জিম্বাবোয়ের বিরুদ্ধে দাপুটে জয় ভারতের


Related articles

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের...

ফের SIR আতঙ্কে বাংলায় আত্মহত্যার অভিযোগ! উলুবেড়িয়ায় মৃত্যু ৩০বছরের যুবকের

SIR, আর তার পথ ধরে NRC- কেন্দ্রের এই নীতির আতঙ্কে একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে বাংলায়। এবার...

পাখির চোখ মহিলা ভোটব্যাঙ্ক: ক্ষমতায় এলে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি তেজস্বীর

পথিকৃত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন ভাবে দিচ্ছে দেশের অন্যান্য কয়েকটি রাজ্যের...

প্রয়াণ দিবসে সুব্রতকে স্মরণ, দীর্ঘদিনের সৈনিককে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

দক্ষ প্রশাসক, বর্ষীয়ান নেতা সুব্রত মুখোপাধ্যায়ের( Subrata Mukharjee) আজ প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ও...
Exit mobile version