ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে হেমন্ত সোরেনের মসনদ পাকা করে বিধানসভায় আস্থা ভোটের জয় সোমবার। জেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথাগত আস্থাভোট তাঁর সামনে যে আদৌ কোনও কাঁটা ছিল না ভোটের ফলাফলেই প্রমাণিত। সেই সঙ্গে এই আস্থা ভোটই প্রমাণ করছে ঝাড়খণ্ডে বিজেপি-বিরোধী ঐক্যে একফোঁটাও চিড় ধরেনি, দাবি হেমন্তের।

গত সপ্তাহে ইডি হেফাজত থেকে জামিন পেয়ে জেলের বাইরে আসার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সোমবার সেই মুখ্যমন্ত্রী পদে থাকার আস্থা ভোট আয়োজিত হয় ঝাড়খণ্ড বিধানসভায়। সহজেই ৪৫ বিধায়কের ভোট পেয়ে আস্থা ভোটে জয় পান তিনি। জয়ের পরে ধন্যবাদ জানান স্পিকার রবীন্দ্রনাথ মাহাতোকে। অন্যদিকে ভোট প্রক্রিয়ার সময় ওয়াক আউট করে বিরোধীরা।

উল্টোদিকে বিজেপি জোটের পক্ষে ভোট পড়ে ৩০টি। ঝাড়খণ্ড বিধানসভায় আস্থা ভোটে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৮ জনের ভোট। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ২৭, কংগ্রেসের ১৭ ও রাষ্ট্রীয় জনতা দলের ১ বিধায়কের ভোট পেয়েই আস্থা ভোটে জয় পান হেমন্ত। জয়ের পরে হেমন্তের দাবি, “আজ শাসক দলের একতা ও শক্তি সবাই দেখল। আমি বিধানসভার স্পিকার ও দলের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।”
