সেনা কনভয়ে জঙ্গি হামলা, কাঠুয়ায় গুলির লড়াইতে মৃত ৪ জওয়ান

কাঠুয়ার মাচেদি এলাকা দিয়ে যাওয়ার সময় সেনা কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালালেও আহত হন ভারতীয় জওয়ানরা

প্রতীকী ছবি

কুলগামের গুলির লড়াইয়ে বারুদের গন্ধ মিলিয়ে যাওয়ার আগে কাশ্মীরে ফের নাশকতা জঙ্গিদের। এবার ভারতীয় সেনার কনভয়ে হামলা জঙ্গিদের। পাল্টা গুলি চালায় সেনার জওয়ানরাও। ঘটনায় এখনও পর্যন্ত ২ জওয়ানের আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। তবে জঙ্গিদের সন্ধানে কাঠুয়া এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনা জওয়ানরা।

কাঠুয়ার মাচেদি এলাকা দিয়ে যাওয়ার সময় সেনা কনভয়ের উপর হামলা চালায় জঙ্গিরা। পাল্টা গুলি চালালেও আহত হন ভারতীয় জওয়ানরা। রবিবারই কুলগামে গুলির লড়াই থেমেছে সেনা-জঙ্গির, যেখানে ছয় জঙ্গির পাশাপাশি এক সেনার প্রাণও গিয়েছে। পরপর দুই ঘটনায় ভারতীয় সেনা ও গোয়েন্দা বিভাগের তৎপরতা ও দক্ষতার উপর প্রশ্ন তুলছে।