আজ ৮ জুলাই । আজ জন্মদিন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা বিসিসিয়াইয়ের প্রাক্তন সভাপতি তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ৫২ বছর পূর্ণ করেছেন তিনি। আর এবারের জন্মদিনটা অন্যভাবে পালন করছেন মহারাজ। নিজের জন্মদিন কলকাতায় নয় লন্ডনে পরিবারের সঙ্গে পালন করছেন তিনি। যেই কথা নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান মহারাজ।

রবিরাতে নিজের সোশ্যাল মিডিয়ায় সৌরভ তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “ লন্ডনে আরও এক বছর বয়স কমে যাওয়া উদ্যাপন করছি।” প্রতি জন্মদিনে সাধারণত সবাই বলে থাকেন, আরও এক বছর বয়স বেড়ে গেল। সেই কারণেই মজা করে একথা লিখেছেন সৌরভ।


ছবি পোস্ট করেছেন স্ত্রী ডোনাও। সেখানে দেখা যাচ্ছে, ঘরের সোফায় বসে দু’জনে। সামনে কেক কাটা হয়েছে। সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি।

এদিকে সৌরভকে শুভেচ্ছা জানান ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে লেখেন, “ অনসাইড থেকে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি সেটা অফসাইডে পৌঁছে যাবে।“


Sending you birthday wishes from the onside, hoping they reach you on the offside, @SGanguly99! pic.twitter.com/8sd5XtxJvN
— Sachin Tendulkar (@sachin_rt) July 8, 2024
সৌরভকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। বোর্ডের প্রাক্তন সভাপতিকে শুভেচ্ছাবার্তায় বিসিসিআই লিখেছে, “৪২৪টি আন্তর্জাতিক ম্যাচ। ১৮,৫৭৫ আন্তর্জাতিক রান। ৩৮টি আন্তর্জাতিক শতরান। ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা।”

4️⃣2️⃣4️⃣ intl. matches
1️⃣8️⃣5️⃣7️⃣5️⃣ intl. runs 👌🏻
3️⃣8️⃣ intl. centuries 💯Here’s wishing former #TeamIndia Captain and former BCCI President @SGanguly99 a very Happy Birthday. 👏 🎂 pic.twitter.com/uxMdtS2fFA
— BCCI (@BCCI) July 8, 2024
আরও পড়ুন- ‘রান করেও বসে থাকতে হত বেঞ্চে’, নীরবতা ভাঙলেন ঈশান
