Thursday, August 21, 2025

দলের সঙ্গে অন্তর্ঘাত করলে কুণালকে পদ পাইয়ে দেবেন মানিকতলার বিজেপি প্রার্থী? প্রকাশ্যে অডিও

Date:

Share post:

মানিকতলা উপনির্বাচনে প্রকাশ্য বিস্ফোরক ফোনালাপ। ওই কেন্দ্রে তৃণমূলের (TMC) আহ্বায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) ফোন বিজেপি (BJP) প্রার্থী কল্যাণ চৌবের (Kalyan Chowbey)। মঙ্গলবার, মোবাইল ফোন কথোপকথনের অডিও প্রকাশ্যে আসে। তাঁর হয়ে কাজ করলে কুণাল ঘোষকে ক্রীড়া জগতে জাতীয় বা রাজ্য স্তরে উচ্চ পদ দেওয়ার প্রলভন দেখান বিজেপি প্রার্থী- বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার।প্রথমে স্যোশাল মিডিয়ায় ফোনালাপ ফাঁস করে দেন কুণাল। তৃণমূলের আহ্বায়কের মতে, বিজেপির নিশ্চিত পরাজয় বুঝে তাঁকে অনৈতিকভাবে ঘুষ দেওয়ার কথা বলছেন কল্যাণ চৌবে। পরে সাংবাদিক বৈঠক করে কল্যাণকে তুলোধনা করে কুণাল। তিনি জানান, ৭তারিখ রাত সাড়ে ১১টা নাগাদ তৃণমূল নেতাকে ফোন করেন বিজেপি প্রার্থী। গণতান্ত্রিক পরিবেশে এটি অস্বাভাবিক নয়। তিনি (বিরোধী প্রার্থী) সাহায্য চাইতেই পারেন। কিন্তু দলের সঙ্গে কুণালকে বেইমানি করার প্রস্তাব দেন কল্যাণ। অভিযোগ, কুণালকে অন্তর্ঘাতের প্রস্তাব দেন বিজেপি প্রার্থী কল্যাণ। বিনিময়ে খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদের প্রস্তাব দেন দেন। এআইএফএফ সভাপতির পদ অপব্যবহার করে বড় পদের প্রলভন দেওয়া হয়েছে মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষকে। এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে এটি অত্যন্ত নিম্নরুচির কাজ বলে তোপ দাগেন কুণাল।

সূত্রের খবর, মানিকতলায় মুখ্যমন্ত্রীর নির্দেশে কুণাল (Kunal Ghosh) তৃণমূলের সব চোরাস্রোত সামলে দলকে ঐক্যবদ্ধভাবে ভোটে নামাচ্ছেন বলেই তাঁকে সরাতে মরিয়া বিজেপি। কল্যাণের কাজের জন্য তাঁকে ভোটও দেওয়া উচিত নয় বলে বার্তা কুণালের।






spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...