পুলিশি অত্যাচারে মৃত্যুর অভিযোগে তুলকালাম ঢোলাহাট, পরিস্থিতি সামাল দিতে নামলো ব়্যাফ

রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট (Dholahat) থানা এলাকা, হেফাজতে থাকাকালীন পুলিশের অত্যাচারে আবু সিদ্দিক হালদারের মৃত্যুর অভিযোগ তুলে স্থানীয়রা এদিন সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গত ৩০ জুন মৃতের কাকার বাড়ি থেকে সোনার গয়না চুরি যায়। সন্দেহের বশে আবুকে পুলিশ নিজের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে আদালতে তোলা হলে তিনি জামিনে মুক্তি পান। এরপরই অসুস্থ হয়ে পড়েন। মথুরাপুর, ডায়মন্ড হারবারের পর তাঁকে চিত্তরঞ্জন হাসপাতলে ভর্তির চেষ্টা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার যুবককে পার্কসার্কাসের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। রাত দশটা নাগাদ যুবকের মৃত্যু হয়।এরপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

গত ১ জুলাই ঢোলাহাট থানার পুলিশ মহসিন হালদার ও তাঁর ভাইপো আবু সিদ্দিককে থানায় তুলে নিয়ে যায়। মৃতের বাড়ির লোকের অভিযোগ অভিযোগ, মহসিনকে দিয়ে ভাইপোর নামে জোর করে চুরির অপবাদ দেওয়া হয়। এর পর আবু সিদ্দিককে থানায় দফায় দফায় মারধর করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকাল থেকে ঢোলাহাট থানার সামনে প্রবল বিক্ষোভ দেখায় উত্তজিত জনতা। পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়েন মহিলারা। বাধা দিতে গিয়ে জনতার সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয় ব়্যাফ। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরু করেছে সুন্দরবন জেলা পুলিশ (Sundarbans District Police)।


Previous articleগো-মাংসের চোরাচালানের “ছাড়পত্র” পিছু ২০০টাকা নেন শান্তনু! বিস্ফোরক দাবি পাচারকারীর
Next articleবিরাট বিপাকে কোহলির পানশালা , দায়ের হল এফআইআর