Monday, August 25, 2025

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের পিএইচডি ভর্তি স্থগিত! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

অনিবার্য কারণবশত আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (University of Burdwan) ইতিহাসের পিএইচডির কাউন্সিলিং স্থগিত। এই প্রবেশিকা পরীক্ষাতেই প্রথম স্থান অধিকার করেন মাওবাদি নেতা অর্ণব দাম (Arnab Dam)। আজ তাঁরও কাউন্সেলিং ছিল। কিন্তু শুক্রবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে অনির্দিষ্টকালের জন্য কাউন্সিলিং স্থগিত রাখার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খুব স্বাভাবিকভাবেই নামী শিক্ষা প্রতিষ্ঠানের এহেন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অফিসিয়াল কোনও বিবৃতি না দেওয়া হলেও কানাঘুষো শোনা যাচ্ছে অর্ণবের কথা মাথায় রেখেই নাকি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে!

শিলদা হামলায় (Silda attack) সাজাপ্রাপ্ত অর্ণব দাম এই মুহূর্তে হুগলির সংশোধনাগারে রয়েছেন। সেখান থেকেই গবেষণা করার ইচ্ছা নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। মঙ্গলবার কাউন্সিলিং হওয়ার কথা ছিল। কিন্তু মনে করা হচ্ছে যেহেতু বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে এই কাজের জন্য অন্তত ৬ মাস ক্লাস করা বাধ্যতামূলক, সে ক্ষেত্রে বন্দি অর্ণবের (Arnab Dam)পক্ষে বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস করা সম্ভব কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের কারা দফতরকে চিঠি পাঠিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঠিক সেই কারণেই আপাতত কাউন্সিলিং স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যদি ওই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর নিন্দার সরব হয়েছেন শিক্ষাবিদ সহ মানবাধিকার কর্মীদের একাংশ। তাঁদের কথায়, একজন দোষী যখন নিজের মেধা পরিশ্রমের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছে এবং পরীক্ষা দিয়ে তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সেখানে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের এই আচরণ যথেষ্ট নিন্দনীয়।

Related articles

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...
Exit mobile version