Sunday, August 24, 2025

একাদশে রেজিস্ট্রেশন বাকি প্রায় ২৪ হাজার! ক্ষুব্ধ সংসদ, বাড়ল নাম নথিভুক্তির সময়সীমা

Date:

৩০ জুন রেজিস্ট্রেশনের সময় পেরিয়ে গেলেও দেখা গিয়েছে বহু স্কুল এখনও তাঁদের পড়ুয়াদের নাম রেজিস্টার করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে। আর এই নিয়েই এবার ক্ষুব্ধ সংসদ কর্তৃপক্ষ। বাধ্য হয়ে পুনরায় নাম নথিভুক্তির সময়সীমা বৃদ্ধি করল সংসদ কর্তৃপক্ষ। এই নিয়ে দ্বিতীয় বার সময়সীমা বৃদ্ধি করা হল। বুধবার বিজ্ঞপ্তি জারি করে সংসদ জানায় ১০ জুলাইয়ের পর ফের ১৬ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হল। জানা গিয়েছে, মাধ্যমিক উত্তীর্ণ ২৪ হাজারেরও বেশি পড়ুয়ার নাম নথিভুক্ত করা হয়নি এখনও।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ১০ জুন থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ৩০ জুন পর্যন্ত সময় ছিল নাম নথিভুক্ত করার। কিন্তু দিন পেরিয়ে গেলেও দেখা গিয়েছে বহু স্কুল এখনও তাঁদের সব পড়ুয়াদের নাম রেজিস্টার করেননি। এই বিষয়ে তিনি স্কুল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন। সংসদের তথ্য অনুযায়ী, রেজিস্ট্রেশন ফি হিসাবে ৭৫ টাকা, ফর্ম প্রসেসিং ফি হিসাবে ৪৫ টাকা, কনভিনিয়েন্স ফি হিসাবে ৩০ টাকা এবং রেজাল্ট প্রসেসিং ফি হিসাবে ৪০ টাকা জমা দিতে হবে স্কুলগুলিকে। নির্দিষ্ট সময়ের মধ্যে ফি-সহ নাম নথিভুক্তকরণ সম্পূর্ণ না করতে পারলে প্রতি শিক্ষার্থী পিছু আরও ১৫০ টাকা লেট ফাইন হিসাবে দিতে হবে।

অপরদিকে, কোনও স্কুল যদি নতুন কোনও সাবজেক্ট নিতে চায় তাহলে ১৫ জুলাইয়ের মধ্যে সংসদের পোর্টালে আবেদন করতে হবে। এরপর সেই স্কুলে ওই নতুন সাবজেক্টের অনুমোদন দেবে সংসদ।

আরও পড়ুন – WBCHSE: দু দফায় পরীক্ষা! একাদশের দুই সেমিস্টারের রুটিন প্রকাশ সংসদের

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version