Friday, November 14, 2025

WBCHSE: নয়া উদ্যোগ সংসদের, এবার স্কুলেও হাতে-কলমে সাংবাদিকতার পাঠ

Date:

সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে পড়ার আগ্রহ দিন দিন বাড়ছে পড়ুয়াদের মধ্যে। সেই কারণেই বেশ কিছু বছর ধরে স্কুলগুলিতে একাদশ দ্বাদশ শ্রেণীতে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতদিন শুধুমাত্র থিওরি হিসেবেই পড়ানো হতো এই বিষয়টিকে। কিন্তু ভবিষ্যতে এই বিষয়কে পেশা হিসেবে নিতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে পড়ুয়ারা। দেখা যাচ্ছে হাতে-কলমে কাজ করতে গেলে থিওরির জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যালের জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। তাই এবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিদ্ধান্ত নিয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীতে থিওরির পাশাপাশি কিভাবে রাস্তায় নেমে হাতে-কলমে সাংবাদিকদের কাজ করতে হয় সেই পাঠও দেওয়া হবে। এক্ষেত্রে বদল হয়েছে নম্বর বিভাজনের বিষয়টিও। এতদিন ৮০ নম্বর থিওরি এবং ২০নম্বর প্র্যাকটিক্যাল এর জন্য বরাদ্দ থাকতো। এবার সেই বিভাজন ৭০-৩০ করা হয়েছে। এই পুরো পাঠ্যক্রমটি তৈরি করা হয়েছে উচ্চ শিক্ষার পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে।

এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, পড়ুয়াদের স্কুল থেকেই যদি সাংবাদিকতা বিষয়ে হাতে-কলমে পাঠ দেওয়া যায় তাহলে ভবিষ্যতে তাদের কাজ করতে গিয়ে অনেক সুবিধে হবে। স্কুল থেকেই ভিত মজবুত হলে কলেজ এবং বিশ্ববিদ্যালয় গিয়ে পড়া অনেক সহজ হবে। এক্ষেত্রে স্কুলের শিক্ষকরা পাঠ দেবেন এছাড়াও প্রয়োজনমতো বাইরে থেকে সাংবাদিকদের এনেও অতিথি শিক্ষক হিসেবে পড়ানো হতে পারে। সংসদ সভাপতি আরও জানান, এবার থেকে সামার ইন্টার্নশিপেরও সুযোগ দেওয়া হবে পড়ুয়াদের। বিভিন্ন মিডিয়া হাউসে গিয়ে তারা হাতে-কলমে কাজ শেখার সুযোগ পাবে।

আরও পড়ুন- একাদশে রেজিস্ট্রেশন বাকি প্রায় ২৪ হাজার! ক্ষুব্ধ সংসদ, বাড়ল নাম নথিভুক্তির সময়সীমা

 

Related articles

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।...

কংগ্রেসের হাত ধরলেই ভরাডুবি! বিজেপিকে রুখতে পারে একমাত্র তৃণমূল: লিটমাস টেস্ট বিহারে

কংগ্রেসের (Congress) হাত ধরলেই কি ভরাডুবি? ফের আরেকবার প্রশ্ন উঠল বিহার নির্বাচনের ফল প্রকাশের পরে। আর তার সঙ্গে...

পরকীয়া বাধা পেয়ে স্বামীকে খুন! অভিযোগে ইসলামপুরে আটক স্ত্রী

পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে (Husband) খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মহিলার বিরুদ্ধে। শুক্রবার ঘটনায় ইসলামপুরে (Islampur) ব্যাপক...

এবার শিলিগুড়ি, ভোটার তালিকা থেকে মেয়ের নাম বাদ পড়ায় আত্মঘাতী বৃদ্ধ!

এসআইআর আতঙ্কে ফের মৃত্যু রাজ্যে। ন্যায্য ভোটারদের নাম বারবার বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। বহু মানুষ নিজেদের নামে...
Exit mobile version