Sunday, August 24, 2025

শনির দশা জ্যাকলিনের! আর্থিক তছরুপ মামলায় ফের বলি অভিনেত্রীকে তলব ইডির   

Date:

২০০ কোটি টাকার আর্থিক তছরুপ (Money Laundering) মামলায় ফের বড়সড় বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী (Bollywood Actress) জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সূত্রের খবর, মামলার মূল অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফের বলি অভিনেত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডির অভিযোগ, কনম্যান সুকেশ চন্দ্রশেখর তাঁর অপরাধমূলক কাজ থেকে আয় করা অবৈধ টাকা জ্যাকলিনের জন্য উপহার কিনতে ব্যবহার করেছেন। সেকারণেই এদিন সকালেই অভিনেত্রীকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তবে জ্যাকলিন এই মুহূর্তে হাজিরা দিতে গিয়েছেন কী না তা এখনও জানা যায়নি।

এদিকে চার্জশিটে ইডির দাবি, জ্যাকলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরের ফৌজদারি মামলায় জড়িত থাকার কথা জানতেন। পাশাপাশি সুকেশ যে বিবাহিত ছিলেন, জ্যাকলিন সেকথাও জানতেন। তবুও অভিনেত্রী সেবিষয়গুলি উপেক্ষা করে সুকেশের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিনেত্রী জ্যাকলিন অভিযুক্ত তথা প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জেনেশুনেই প্রতারণায় সামিল হয়েছেন। এই বিষয়ে ইতিমধ্যে জ্যাকলিনকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে প্রতিবারই বলি অভিনেত্রী দাবি করেছেন, সুকেশের অপরাধপ্রবণতা সম্পর্কে তাঁর কিছুই নাকি জানা ছিল না। কিন্তু জ্যাকলিনের সেই অভিযোগকেই ধোপে টেকেনি।

২০০১ সাল থেকে অর্থ তছরুপ মামলায় জ্যাকলিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন। এক বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে।

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version