Sunday, November 9, 2025

শনির দশা জ্যাকলিনের! আর্থিক তছরুপ মামলায় ফের বলি অভিনেত্রীকে তলব ইডির   

Date:

২০০ কোটি টাকার আর্থিক তছরুপ (Money Laundering) মামলায় ফের বড়সড় বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী (Bollywood Actress) জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সূত্রের খবর, মামলার মূল অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফের বলি অভিনেত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডির অভিযোগ, কনম্যান সুকেশ চন্দ্রশেখর তাঁর অপরাধমূলক কাজ থেকে আয় করা অবৈধ টাকা জ্যাকলিনের জন্য উপহার কিনতে ব্যবহার করেছেন। সেকারণেই এদিন সকালেই অভিনেত্রীকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তবে জ্যাকলিন এই মুহূর্তে হাজিরা দিতে গিয়েছেন কী না তা এখনও জানা যায়নি।

এদিকে চার্জশিটে ইডির দাবি, জ্যাকলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরের ফৌজদারি মামলায় জড়িত থাকার কথা জানতেন। পাশাপাশি সুকেশ যে বিবাহিত ছিলেন, জ্যাকলিন সেকথাও জানতেন। তবুও অভিনেত্রী সেবিষয়গুলি উপেক্ষা করে সুকেশের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিনেত্রী জ্যাকলিন অভিযুক্ত তথা প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জেনেশুনেই প্রতারণায় সামিল হয়েছেন। এই বিষয়ে ইতিমধ্যে জ্যাকলিনকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে প্রতিবারই বলি অভিনেত্রী দাবি করেছেন, সুকেশের অপরাধপ্রবণতা সম্পর্কে তাঁর কিছুই নাকি জানা ছিল না। কিন্তু জ্যাকলিনের সেই অভিযোগকেই ধোপে টেকেনি।

২০০১ সাল থেকে অর্থ তছরুপ মামলায় জ্যাকলিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন। এক বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে।

 

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...
Exit mobile version