Tuesday, November 4, 2025

সুপ্রিম-রায়ে সন্দেশখালি তদন্তে ধাক্কা CBI-এর! কেন্দ্রের দাবি উড়িয়ে রাজ্যের পক্ষে মত

Date:

রাজ্যের অনুমতি ছাড়া তদন্ত করতে পারবে না সিবিআই। বুধবার, সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আর সেই সঙ্গেই স্বস্তিতে রাজ্য সরকার। কারণ, সন্দেশখালি নিয়ে তদন্তে ধাক্কা খেল কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। কয়েকদিন আগেই সন্দেশখালি মামলার তদন্ত CBI চালিয়ে যেতে পারবে বলেই জানায় শীর্ষ আদালত। কিন্তু এদিন, বিচারপতি বিআর গভাইয়ের ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, এক্ষেত্রে তদন্তে সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি নেওয়ার প্রয়োজন আছে।সন্দেশখালিকাণ্ডে সিট তদন্ত করে তদন্ত এগোচ্ছিল রাজ্য। কিন্তু এই বিষয় নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি FIR দায়ের করে। সেই FIR-কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। এদিন বিচারপতি বিআর গভাই (Justices BR Gavai) এবং বিচারপতি কেবি বিশ্বনাথন (KV Vishwanathan) এর ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হয়। দীর্ঘ শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী বলেন, CBI একটি তদন্তকারী সংস্থা হলেও, তাকে অপব্যবহার করছে কেন্দ্র। বেশ কিছু সংবিধানে ধারার উল্লেখ করেন তিনি। পাল্টা যুক্তি সাজায় সিবিআই-ও। যদিও বিচারপতি ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দিয়ে জানায়, মামলায় সিবিআইকে তদন্তের ক্ষেত্রে এবার রাজ্যের অনুমতি নিতে হবে।

৮ মে এই সংক্রান্ত মামলার শুনানি হলেও রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। এদিনের নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে যেমন ধাক্কা, তেমন স্বস্তি রাজ্যের। আগামী ১৩ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি। সেদিন ফের দুপক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট।







Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version