Friday, November 7, 2025

শনির দশা জ্যাকলিনের! আর্থিক তছরুপ মামলায় ফের বলি অভিনেত্রীকে তলব ইডির   

Date:

২০০ কোটি টাকার আর্থিক তছরুপ (Money Laundering) মামলায় ফের বড়সড় বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী (Bollywood Actress) জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। সূত্রের খবর, মামলার মূল অভিযুক্ত কনম্যান সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফের বলি অভিনেত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ইডির অভিযোগ, কনম্যান সুকেশ চন্দ্রশেখর তাঁর অপরাধমূলক কাজ থেকে আয় করা অবৈধ টাকা জ্যাকলিনের জন্য উপহার কিনতে ব্যবহার করেছেন। সেকারণেই এদিন সকালেই অভিনেত্রীকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তবে জ্যাকলিন এই মুহূর্তে হাজিরা দিতে গিয়েছেন কী না তা এখনও জানা যায়নি।

এদিকে চার্জশিটে ইডির দাবি, জ্যাকলিন ফার্নান্দেজ সুকেশ চন্দ্রশেখরের ফৌজদারি মামলায় জড়িত থাকার কথা জানতেন। পাশাপাশি সুকেশ যে বিবাহিত ছিলেন, জ্যাকলিন সেকথাও জানতেন। তবুও অভিনেত্রী সেবিষয়গুলি উপেক্ষা করে সুকেশের সঙ্গে আর্থিক লেনদেন করেছিলেন অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, অভিনেত্রী জ্যাকলিন অভিযুক্ত তথা প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জেনেশুনেই প্রতারণায় সামিল হয়েছেন। এই বিষয়ে ইতিমধ্যে জ্যাকলিনকে পাঁচবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তবে প্রতিবারই বলি অভিনেত্রী দাবি করেছেন, সুকেশের অপরাধপ্রবণতা সম্পর্কে তাঁর কিছুই নাকি জানা ছিল না। কিন্তু জ্যাকলিনের সেই অভিযোগকেই ধোপে টেকেনি।

২০০১ সাল থেকে অর্থ তছরুপ মামলায় জ্যাকলিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন। এক বেসরকারি স্বাস্থ্য সংস্থার কর্তা শিবিন্দর মোহন সিংয়ের স্ত্রী অদিতি সিংয়ের থেকে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সুকেশের বিরুদ্ধে।

 

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version