Monday, August 25, 2025

টি-টোয়ন্টি বিশ্বকাপ জিতেছে টিম ইন্ডিয়া। সেই বিশ্বজয়ের পর আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি। এই আবহে নিজের নতুন বাড়ির ঝলক দেখালেন ভারতের মহাতারকা ক্রিকেটার। বর্তমানে কোহলি স্ত্রী অনুষ্কা শর্মা এবং দুই সন্তানের সঙ্গে আপাতত লন্ডনেই রয়েছেন। বিরুষ্কার পাকাপাকিভাবে লন্ডনে স্থানান্তরিত হওয়ার খবরও সম্প্রতি শিরোনাম এসেছে। এরই মাঝে মুম্বইতে নিজের নতুন বাড়ির এক ঝলক সামনে আনলেন ‘কিং কোহলি’। সকলের সঙ্গে ভাগ করে নিলেন আলিবাগে বিলাসবহুল বাড়ি নির্মাণের এক বছরের সফর।

সোশ্যাল মিডিয়ায় এই এক বছরের সফরের একটি ভিডিও শেয়ার করে কোহলি লিখেছেন, ‘আলিবাগে আমার নতুন বাড়ি তৈরির সফরটা আমার জন্য এক অভাবনীয় এবং অত্যন্ত সন্তোষজনক এক অভিজ্ঞতা। আমাদের স্বপ্নের বাসভবনকে বাস্তবের আকার দেওয়ার জন্য আবাসের গোটা দলকে অনেক ধন্যবাদ। এখানে আমার কাছের মানুষগুলোর সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটানোর তর সইছে না যেন।’ বিশ্বজয়ের পর আপাতত ভারতীয় দল জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত। সেই সিরিজে অবশ্য সিনিয়রদের মধ্যে তেমন কেউই খেলছেন না। এমনিও ভারতের বিশ্বজয়ের পর টি-টোয়েন্টি ফর্ম্যাট থেকেই কোহলি, জাডেজা এবং রোহিত, তারকা ত্রয়ী অবসরের কথা ঘোষণা করে দিয়েছিলেন। তাই এই সিরিজে কোহলির খেলার কথাও নয়। তবে তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজেও খেলবেন না বলেই খবর। কোহলি, রোহিতদের আরও কিছুদিন বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

বাড়ির বাইরে থেকে ইন্টিরিয়র ডিজাইন, সমস্তটাই দেখালেন বিরাট কোহলি। কিছুদিন আগেও জল্পনা চলছিল, বিরাট কোহলি পাকাপাকিভাবে পরিবারের সঙ্গে লন্ডনেই থাকবেন। যদিও এই ভিডিয়োর পর যেন একটা বিষয় পরিষ্কার, বিরাট তাঁর স্বপ্নের বাড়িতে কাটাবেন।১২ মাস ধরে তৈরি করা হয়েছে এই বাড়িটা। সেখানে ইন্টিরিয়র, বাগান সবকিছু সময় নিয়ে তৈরি করা হয়েছে। বিরাট পুরো বিষয়টাই তুলে ধরেন কোনও আপত্তি ছাড়া।বিরাট একটি ভিডিয়োতে তাঁর এই বাড়ির জমি থেকে শুরু করে আর্থমুভার দিয়ে মাটি কাটার সব ক্লিপ তুলে ধরেন। তিনি বলেন, আমি যখন প্ল্যানটা শুনি, তখন দেখি এই প্রোজেক্টটাই বাকিগুলোর থেকে আলাদা। এখানে যেমন কমিউনিটি আছে, একই সঙ্গে এখানে নিজের জন্য গোপনীয়তা আছে এবং সবধরনের পরিষেবা আছে যেটা একটা হলিডে হোমে দরকার। এখানে একটা বিশ্বমানের স্পা আছে, যেটা আমার জন্য দরকার। আমি লিভিং স্পেসটাকে সবথেকে ভালোবাসি, কারণ এখান থেকে আউটডোরে যাওয়া যায় ও দেখা যায়।’

 

 

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version