Wednesday, August 20, 2025

আরও ভাসবে উত্তরবঙ্গ! সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, চরম আশঙ্কায় পাহাড়বাসী

Date:

দক্ষিণে সেভাবে দেখা না মিললেও টানা ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে রীতিমতো বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। বুধবার হাওয়া অফিসের (Alipore Weather Office) তরফে পরিষ্কার জানানো হয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা আপাতত নেই। আর আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরও আশঙ্কায় দিন কাটাচ্ছেন পাহাড়ের বাসিন্দারা। তবে সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও বেগতিক হচ্ছে বলেই মত স্থানীয়দের। কিন্তু এই কঠিন পরিস্থিতি থেকে কবে মিলবে মুক্তি, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এদিকে লাগাতার বৃষ্টির জেরে একদিকে যেমন ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়কের (NH 10) পাশাপাশি সিকিম-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় রীতিমতো বিপর্যস্ত জনজীবন।

এদিকে লাগাতার ভারী বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, তোর্সা, জলঢাকা-সহ একাধিক নদী। এর জেরে নীচু এলাকাগুলিতে হু হু করে জল ঢুকতে শুরু করেছে। অন্যদিকে, কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলেও কালিম্পংয়ের রাস্তার অবস্থা এখনও বেশ বেহাল। তবে দ্রুত তা মেরামত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে জলপাইগুড়িরও একই দশা। বিগত কয়েকদিন টানা বৃষ্টির জেরে সেখানকার একাধিক শহরে জল জমতে শুরু করলেও বর্তমানে জলস্তর ধীরে ধীরে নামতে শুরু করেছে বলে খবর। তবে লাগাতার খারাপ আবহাওয়ার জেরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও মাঝে মাঝেই বিপর্যয়ের কারণে ধস নেমে ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ছে। যা স্বাভাবিক করতে রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড় স্থানীয় প্রশাসনের।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জোরকদমে চলছে উদ্ধারকাজ। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় দিনরাত এক করে পরিশ্রম করে চলেছে প্রশাসনের আধিকারিকরা। এদিকে সামগ্রিক পরিস্থিতিতে উত্তরবঙ্গকে ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। যেভাবে তিস্তা নদীর জল মূল রাস্তায় উঠে পড়েছিল সেটা আরও উদ্বেগ বাড়িয়েছে বাসিন্দাদের। সেই সঙ্গেই ফের অতিবৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। যার জেরে আশঙ্কায় ঘুম উড়েছে স্থানীয়দের।

Related articles

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...

ব্যস্ত দিনে শহরে বিশৃঙ্খলার চেষ্টা, গ্রেফতার ISF বিধায়ক ও সমর্থকরা

কেন্দ্রের জনবিরোধী নীতির বিরোধিতায় লাগাতার বিরোধী দলগুলি সংঘবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে সংসদে। অধিবেশন চলাকালীন যেমন সংবিধান সংশোধনী...

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...
Exit mobile version