Wednesday, December 24, 2025

লাল-হলুদে কি আনোয়ার আলি ? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

আনোয়ার আলির খেলা নিয়ে ফের জটিলতা। মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকলেও, ইস্টবেঙ্গল নাকি চুক্তি করিয়ে নিয়েছে ভারতীয় এই তারকা ফুটবলারকে। এমনটাই সূত্রের দাবি। মোহনবাগান সুপার জায়েন্ট অবশ্য আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েই রেখেছে বলে জানা যাচ্ছে। ফলে পরিস্থিতি যে দিকে যাচ্ছে, তাতে আদালতে বল গড়াতে পারে। কোর্টে আরও এক ডার্বিতে জড়িয়ে পড়তে পারে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।

আনোয়ারের এই ডিলের সঙ্গে জড়িত এক সূত্রের খবর, গতকাল রাতেই আনোয়ারের সমস্ত কাগজপত্র দেখে তাঁকে সই করিয়েছে লাল-হলুদ। যেখানে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের এক শীর্ষ কর্তা। ছিলেন রঞ্জিত বাজাজও। জানা যাচ্ছে আনোয়ারকে সই করাতে আসোরে নেমেছিল আইএসএল-এর আরও এক হেবিওয়েট দল মুম্বই সিটি এফসিও। কিন্তু মুম্বইকে টেক্কা দিয়ে আনোয়ারের সঙ্গে ডিল ডান করে ইস্টবেঙ্গল।

বেশ কয়েকদিন ধরেই দলবদলের বড় খবর আনোয়ার আলি। গত মরশুমে দিল্লি এফসি থেকে লোনে এসেছিলেন মোহনবাগানে। বাগানের জার্সি গায়ে দাপিয়ে খেলেছেন এই ভারতীয় তারকা ফুটবলার। ভরসা দিয়েছেন দলের ডিফেন্সকে। তাঁকে নিয়ে আসন্ন মরশুম শুরু হওয়ার আগে থেকেই চলছে দলবদলের মেগা লড়াই। ঘটনার সূত্রপাত দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজের এক পোস্ট থেকে। তিনি জানান, নতুন ক্লাবে দেখা যেতে চলেছে আনোয়ারকে। এরপরই নড়েচড়ে বসে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। তারা বলেন আনোয়ারের সঙ্গে তাদের চুক্তি ২০২৭ পর্যন্ত।

কিন্তু এরপরই পালটা মুখ খোলেন দিল্লি এফসির কর্তা রঞ্জিত বাজাজ। তিনি বলেন, ফিফার নিয়ম অনুসারে একজন ফুটবলারকে লোনে এক মরশুমের জন্যই সই করানো যায়। সেখানে আনোয়ারের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি করেছে মোহনবাগান । যা নাকি ফিফার নিয়মের বাইরে। আর এখানেই নাকি বাজি মারে লাল-হলুদ। বিশাল অর্থে আনোয়ারকে জালে তোলেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। যদিও মোহনবাগান কর্তারাও বিষয়টা খতিয়ে দেখেছেন। তবে তাদের দাবি, ফিফার এই নিয়ম ভারতীয় ফুটবলের ক্ষেত্রে কার্যকর নয়।

আরও পড়ুন- উরুগুয়ে-কলম্বিয়া ম্যাচ শেষে ঝামেলা, হাতাহাতি ফুটবলার সমর্থকদের মধ্যে


spot_img

Related articles

বাংলাদেশে আওয়ামি লীগ ‘ব্যান’ সঠিক নয়: আমেরিকার চিঠি ইউনূসকে

একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ বাইরে রেখে কীভাবে বাংলাদেশে স্বাধীন ও স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা সম্ভব? এবার প্রশ্ন তুলল খোদ...

উৎসবেও অব্যাহত উন্নয়ন: বুধে গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী

বছর শেষে উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। অন্যদিকে বিধানসভা নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে কোনও ভাবেই উৎসবের আনন্দে থমকে যেতে...

জনজাতি এলাকায় বেআইনি দখলদারি, উচ্ছেদের দাবি তুলতেই অসম পুলিশের গুলি, মৃত ২

বিজেপি শাসিত রাজ্যগুলিতে উপজাতি বা জনজাতির মানুষের অধিকার যে একেবারেই রক্ষিত হয় না তার প্রমাণ আগেও মিলেছে। ফের...

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন অবৈধ, পুনর্নির্বাচনের নির্দেশ হাইকোর্টের

তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান নির্বাচন নিয়ে বড়সড় পর্যবেক্ষণ হাইকোর্টের। চেয়ারম্যান চঞ্চল কুমার খাঁড়ার নির্বাচন পদ্ধতিকে অবৈধ ঘোষণা করল কলকাতা...