মহিলাদের সঙ্গে অশ্লীল চ্যাট! জয়ন্তর আরও ‘কীর্তি’ ফাঁস

‘কুখ্যাত সমাজবিরোধী’- আড়িয়াদহকাণ্ডে ধৃত জয়ন্ত সিংকে এই বলে ব্যাখ্যা করেছেন রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা ও মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। শুধুই কী তোলাবাজি, হুমকি, এলাকায় আতঙ্ক ছড়ানো- এটাই তাঁর পরিচয়! না। সামনে আসছে জয়ন্ত সিং-এর আর ‘কীর্তি’। রঙিন জীবন তাঁর। মহিলাদের সঙ্গে অশ্লীল চ্যাট ফাঁস হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মহিলাদের আপত্তিকর ছবি, অতি ঘনিষ্ট ছবি রয়েছে জয়ন্তের। শুধু তাই নয়। সেই ছবি আবার অন্য এক মহিলাকে পাঠিয়েছেন গুণধর। জানাচ্ছেন, ওই মহিলা নাকি ভোজপুরী ছবির নায়িকা।

আড়িয়াদহের ‘ত্রাস’ জয়ন্তের কোটি টাকার প্রাসাদোপম বাড়ির সন্ধান মিলেছে তাঁর খাটালের পাশে। বাড়ি নয়, যেন শ্বেতপ্রাসাদ। আর সেই প্রাসাদে থেকে বহু নারী সঙ্গ করতেন তিনি। মিলেছে তার হদিশ। সূত্রের খবর, স্যোশাল মিডিয়ায় তরুণীদের সঙ্গে বন্ধুত্ব পাতান জয়ন্ত সিং। তার পর তাঁদের সঙ্গে শুরু হয় অশ্লীল চ্যাট। এমনকী, অনেক মহিলাই তাঁর শয্যাসঙ্গিনী হয়েছেন। এখানেই শেষ নয়। সেই মহিলাদের সঙ্গে ঘনিষ্ট মুহূর্তের ছবি, ভিডিও করতেন তিনি। পরে সেগুলিই আবার অন্য মহিলাদের পাঠাতেন। অর্থাৎ অপকীর্তির সব ধাপই পার করেছেন কীর্তিমান জয়ন্ত।