Monday, August 25, 2025

তীর্থযাত্রীদের জন্য সুখবর! দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে বদ্রীনাথ, আটকে বহু 

Date:

Share post:

তীর্থযাত্রীদের (Devotee ) জন্য সুখবর! প্রাকৃতিক বিপর্যয়ের কারণে সাময়িক বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে ফের খুলল বদ্রীনাথ হাইওয়ে (Badrinath Highway)। দিনকয়েক আগেই প্রবল বৃষ্টির তোড়ে ধসের কারণে উত্তরাখণ্ডের (uttarakhand) ২৬০টির বেশি রাস্তা বন্ধ হয়ে যায়। প্রায় ৪৮ ঘণ্টা ধরে হাজার হাজার তীর্থযাত্রী প্রবল বৃষ্টি ও ধসের কবলে পড়ে আটকে পড়েছিলেন। যার জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় রাস্তা।

গত ৯ জুলাই থেকে এই জায়গাটি ধসে অবরুদ্ধ হয়েছিল। বিআরও কর্মীদের অদম্য চেষ্টার ফলে প্রায় ৫৮ ঘণ্টা পর ২০০ তীর্থযাত্রীকে এদিন সকালে হাঁটিয়ে ওই দুর্গম এলাকা পার করিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, এদিন বাকি অংশও পরিষ্কার করে গাড়ি চলাচলের উপযুক্ত করে তোলা হবে। তবে তা নির্ভর করছে বৃষ্টিপাতের পরিমাণের উপর। স্থানীয়ভাবে এখানে কাজের অগ্রগতি হলেও বদ্রীনাথ-হৃষিকেশ জাতীয় সড়কের কোনও উন্নতি হয়নি। চামোলি জেলার লাঙ্গসি, পাগলনালা, পিপলকোটিতে ধস এখনও থামেনি। বৃহস্পতিবার সকালে বর্ডার রোডস অর্গানাইজেশন ধস সরিয়ে রাস্তা স্বাভাবিক করে। চামোলির ভানেরপানিতেও এদিন সকালে বদ্রীনাথ জাতীয় সড়কের একাংশ খুলে দেওয়া হয়েছে। সবমিলিয়ে জাতীয় সড়কের কয়েকটি অংশ খুলে দেওয়ায় হাঁফ ছেড়ে বেঁচেছেন কেদার-বদ্রীসহ চারধাম যাত্রীরা।

Advt

 

তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকহাজার তীর্থযাত্রী এখনও আটকে রয়েছেন। ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যুর খবরও মিলেছে। আরেকটি সূত্রে জানা গিয়েছে, পাতালগঙ্গায় রাস্তা খুলে দেওয়া গেলেও জোশিমঠের সর্বত্র বিশেষত পাতালগঙ্গা লাঙ্গসি সুড়ঙ্গ এখনও অবরুদ্ধ হয়ে পড়েছে।

 

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...