কোপা কাপের ফাইনালে কলম্বিয়া, উরুগুয়েকে সেমিফাইনালে হারাল ১-০ গোলে

কোপা কাপের ফাইনালে কলম্বিয়া। এদিন সকালে উরুগুয়েকে সেমিফাইনালে হারাল ১-০ গোলে। কলম্বিয়ার হয়ে একমাত্র গোল লারমার। ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা-কলম্বিয়া। এদিন কোপা কাপের ১৫ বারের জয়ী উরুগুয়েকে হারিয়ে দিল কলম্বিয়া।

প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। গোল করেন জেফারসন লারমা। ম্যাচে প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই । তবে কলম্বিয়াকে গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট। ম্যাচের ৩৯ মিনিটে গোল করে কলম্বিয়াকে ১-০ এগিয়ে দেন জেফারসন লারমা। তাঁকে গোলের পাস বাড়ান জেমস রদ্রিগেজ। কর্নার থেকে বল তোলেন রদ্রিগেজ। সেই বলে হেড করেন লারমা। বল জালে জড়িয়ে যায়। এগিয়ে যায় কলম্বিয়া। তবে এরপরই বিপত্তি প্রথমার্ধে অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন কলম্বিয়ার মৌনজ। দশজনের কলম্বিয়াকে পেয়েও গোল করতে পারেনি উরুগুয়ে।

দ্বিতীয়ার্ধেও চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়াতে পারেনি কলম্বিয়া। শেষ বাঁশি পর্যন্ত গোল শোধ করা সম্ভব হয়নি উরুগুয়ের পক্ষে। যার ফলে ম্যাচ শেষ হয় ১-০ গোলে। সোমবার ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা-কলম্বিয়া।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Previous articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleঅনন্তের বিয়েতে আমন্ত্রণ! আজই মুম্বই সফরে মুখ্যমন্ত্রী, বৈঠক দুই হেভিওয়েটের সঙ্গে