Tuesday, December 2, 2025

আড়িয়াদহ কাণ্ডে সৌগতর পর মাঝরাতে মদন মিত্রকে গু.লি করার হু.মকি

Date:

Share post:

এবার খুনের হুমকি পেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।দুদিন আগে আড়িয়াদহ কাণ্ডে ‘জয়ন্ত সিংকে’ না ছাড়লে খুনের হুমকি দেওয়া হয় তৃণমূল সাংসদ সৌগত রায়কে। সেই রেশ কাটতে না কাটতেই খুনের হুমকি পেলেন কামারহাটির তৃণমূল বিধায়ক।হুমকি ফোন প্রসঙ্গে সাংসদ সৌগত রায় জানান,কোনও অবাঙালি খুব খারাপ ভাষায় বলে তুই যদি জয়ন্ত সিংকে না ছাড়াস তাহলে তোকে গুলি করে দেব।

মদন মিত্র জানিয়েছেন, হঠাৎ ১২টা বেজে ১৯-এ ফোন আসে। আমি সব ফোন ধরি। সাধারণত আমি ১২টায় ঘুমাই না। আমি অসুস্থ। ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসে না। ফোন আসতেই আমি ফোন রিসিভ করি। ফোন ধরতেই আমাকে বলা হয় তোকে গুলি করলে কে বাঁচাবে? গুলি খাওয়ার জন্য তৈরি হ…।
মদন মিত্রের দাবি, ফোন পেয়ে এতটুকু নার্ভাস না হয়ে আমি খুব শান্ত গলায় বলি কে বলছেন? ততক্ষণে ফোন কেটে দেওয়া হয়। মোট ৪৬ সেকেন্ড কথা হয়। ফের আজ সকালে ৭ টা বেজে ৩৬ মিনিটে একই নম্বর থেকে ফোন আসে। কিন্তু সেই ফোন আমি ধরতে পারিনি। মদন আরও দাবি করেছেন, ফোন কলটি কোনও পাব, বার, পানশালা থেকে করা হয়েছিল। আশেপাশে অনেকে ছিল। যে ভাষায় কথা বলছিল, সুপারি দেওয়ার কথা বলা হয়েছে, তাতে অর্জুন সিংয়ের মতো লোকেরা জড়িত।

তৃণমূল নেতা বলেন,যদি জিজ্ঞেস করেন আমি ভয় পেয়েছি বা গুরুত্ব দিচ্ছি কি না, সেরকম কোনও ব্যাপার নয়। এসব গুন্ডাদের আমরা চিনি। জয়ন্ত সিং জেলে রয়েছেন তাই সেখান থেকে ফোন আসা সম্ভব নয় বলে দাবি করেন। মদন মিত্র বলেছেন,সৌগত রায়ের ফোনে যে হুমকি ফোন এসেছিল তার টাওয়ার লোকেশান ট্র্যাক করলেই এই মামলার কিনারা করা সম্ভব। এ প্রসঙ্গে এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা বলেন, সৌগত রায়কে হুমকি ফোনের বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে। এখনও কিছু বলার মতো অবস্থা আসেনি। তবে তদন্ত চলছে।

 

spot_img

Related articles

ইমরান খান কি জীবিত? পাকিস্তান অচল করতে বিক্ষোভ PTI-এর, রাওয়ালপিন্ডিতে জারি ১৪৪ ধারা

ইমরান খান(Imran Khan) কি জীবিত? তাঁর সঙ্গে দেখা করার দাবিতে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভ পাকিস্তান তেহরিক...

রাঁচির চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্টের ৯০০ কোটি টাকার সম্পত্তি! কয়েক কোটি নগদ উদ্ধার ইডির 

ফের টাকার পাহাড় উদ্ধার। মঙ্গলবার সকালে রাঁচির (Ranchi) এক চ্যাটার্ড অ্যাক্যাউন্টেন্ট নরেশ কুমার কেজরিওয়ালের (Naresh Kumar Kejriwal) বাড়ি...

দুপুরে নবান্নে বৈঠক, আজ বিকেলে মালদহ- মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার বিকেলে মালদহ-মুর্শিদাবাদ জেলা সফরের উদ্দেশে রওনা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Maldah and...

রাজ্য থেকে দেশ, SIR নিয়ে কমিশনের ওয়েবসাইট বিভ্রাটে নাজেহাল ভোটার থেকে ভোটকর্মীরা

ভোটার অথৈ জলে বিভ্রান্ত BLO , রাজ্য থেকে দেশ সর্বত্রই মানুষের ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের ছেলেখেলা অব্যাহত। কয়েকটা...