Thursday, November 6, 2025

অনন্তের বিয়েতে আমন্ত্রণ! আজই মুম্বই সফরে মুখ্যমন্ত্রী, বৈঠক দুই হেভিওয়েটের সঙ্গে

Date:

মুকেশ আম্বানীর (Mukesh Ambani) ছেলে অনন্ত আম্বানীর (Anant Ambani) বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজই বিশেষ বিমানে মুম্বই (Mumbai) রওনা হওয়ার কথা তাঁর। শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন মমতা। তার আগে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি শুক্রবার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক হতে পারে তাঁর। নবান্ন সূত্রে এমনটাই খবর।

মুকেশ আম্বানীর বাড়ি ‘অ্যান্টিলিয়া’ ইদানিং সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। কারণ সেখানে মুকেশের ছেলে অনন্ত আম্বানী এবং রাধিকার বিয়ের আসর বসতে চলেছে। তাই সেখানে ব্যস্ততা তুঙ্গে। আগামী ১২ জুলাই বিয়ের মূল অনুষ্ঠান। সুতরাং হাতে বিশেষ সময় নেই। একাধিক বলিউড তারকারা সেখানে উপস্থিত থাকবেন। আর মূল বিয়ের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ দেশের বহু বিশিষ্ট মানুষকে আমন্ত্রণ করা হয়েছে। আর তাই মুম্বই সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর।

আগামী ১৩ জুলাই সন্ধ্যায় কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের পর কয়েকদিন আগে মুম্বই গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রীতেও গিয়েছিলেন অভিষেক। আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠকও করেন তিনি। এবার মুম্বইতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচি রয়েছে বলে সূত্রের খবর। নবান্ন সূত্রে খবর, ১১ জুলাই সন্ধ্যায় উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ১১ তারিখ মুম্বই পৌঁছে বান্দ্রা–কুরলা কমপ্লেক্সের একটি হোটেলে উঠবেন। ১২ তারিখ একাধিক বৈঠক করবেন তিনি। বিকেলে বান্দ্রা–কুরলা কমপ্লেক্সেই অবস্থিত জিও সেন্টারে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত ও রাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা যাচ্ছে।


Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...
Exit mobile version